Katrina Kaif: জমজমাট লহরি সেলিব্রেট! তিন হাজারি গোল্ড ও সিলভার জুতিতে তাক লাগালেন ক্যাটরিনা

গত বছর ৯ ডিসেম্বর, রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় ক্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল। গত ৯ জানুয়ারি তাঁদের একমাসের বিবাহবার্ষিকী পূর্ণ হয়।

Katrina Kaif: জমজমাট লহরি সেলিব্রেট! তিন হাজারি গোল্ড ও সিলভার জুতিতে তাক লাগালেন ক্যাটরিনা
বিবাহ পরবর্তী এটাই ছিল প্রথম লহরি।

| Edited By: দীপ্তা দাস

Jan 19, 2022 | 9:08 AM

রাজস্থানে রাজকীয় বিয়ের পর প্রথমবার স্বামী ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে লহরি উত্‍সবে (Lohri celebration) অংশ নিয়েছিলেন ক্য়াটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের সমস্ত নিয়ম-কানুন মেনে চলেছেন বলিউডের (Bollywood) এই সফল নায়িকা। মঙ্গলসূত্র থেকে শুরু করে ঐতিহ্যবাহী চুড়া পর্য়ন্ত পরে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। গত সপ্তাহেই ছিল পঞ্জাবিদের অন্যতম জনপ্রিয় লহরি উত্‍সব। সেখানে ভিকির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নববধূর স্টাইলে লহরি (Lohri 2022) সেলিব্রেট করেছেন। ওই অনুষ্ঠানের জন্য ক্যাটরিনা একটি উজ্জ্বল লাল রঙের সালোয়ার স্যুট পরেছিলেন। ঠান্ডা থেকে বাঁচতে কালো বোম্বার জ্যাকেট পরেছিলেন। শরীরে উষ্ণতার জন্য জড়িয়ে ধরেছিলেন স্বামীকে।

বিবাহ পরবর্তী এটাই ছিল প্রথম লহরি। গনগনে আগুনের সামনে ভিকি ও ক্যাটরিনার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। দুজনেই উত্‍সবের রঙিন ও উষ্ণ আবহে প্রাণবন্ত ছোঁয়ায় দারুণ উপভোগ করছেন তা বলাই বাহুল্য। প্রথম লহরির জন্য ক্যাটরিনা ঐতিহ্যবাহী লাল রঙের পঞ্জাবি স্টাইলের সালোয়ার স্যুট পরেছিলেন। গায়ে ছিল বোম্বার জ্য়াকেট। অন্যদিকে ভিকির গায়ে ছিল হুডি জ্যাকেট ও জিন্স। এই ছবি পরিস্কার করে দেয় যে, দুজনের কেমিস্ট্রি বরাবরই শক্তিশালী ছিল। তবে এই ছবিতে আরও একচি আকর্ষণীয় জিনিস রয়েছে, যা সকলেই এড়িয়ে গিয়েছেন। তা হল ক্যাটরিনার জুতো জোড়া। এমব্রয়ডারি করা ওই জুতিগুলোর উপর সোনা ও রূপো দিয়ে সুন্দর কারুকাজ রয়েছে। নো-মেকআপ লুকে ক্য়াটরিনা যে সমান সুন্দরী, তা আগুনের আভায় যেন আরও সুস্পষ্ট হয়ে গিয়েছে।

এখানে ছবিটি দেখুন….

ছবিচে দেখা গিয়েছে, ক্যাটরিনা পোশাকের সঙ্গে মানানসই যে জুতি জোড়া পরেছেন, তাতে রয়েছে সোনা ও রূপোর ছোঁয়া। এমন জুতি অনেকেই প্রিয়। কিন্তু সোনা ও রূপো দিয়ে তৈরি জুতিগুলির দাম কত হবে, সেই নিয়ে চিন্তায় পড়েছেন। বর্তমানে নেটের দৌলতে কোনও কিছুই আপনার হাতের বাইরে নয়। ফিজি গবলেটের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ক্যাটরিনার মত সুন্দপ জুতোজোড়া। দাম কত? এই জুতির দাম মাত্র ২,৯৯০ টাকা।

গত বছর ৯ ডিসেম্বর, রাজস্থানের সওয়াই মাধোপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় ক্যাটরিনা কাইফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল। গত ৯ জানুয়ারি তাঁদের একমাসের বিবাহবার্ষিকী পূর্ণ হয়।

আরও পড়ুন: Denim Fashion: এই মরশুমে সেরা হোমগ্রাউন ডেনিম ব্র্যান্ড কোনগুলি, জানুন এখানে