koel Mallick: হাঁটুঝুলের বডিকন ড্রেসে তাক লাগালেন কোয়েল, রূপ দেখে প্রশংসায় ঋতুপর্ণা থেকে ঐন্দ্রিলা

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 17, 2023 | 8:30 AM

Fashion Tips: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দারুণ একটি ছবি শেয়ার করেছেন কোয়েল। অফ শোল্ডার থাই লেন্থের এই ড্রেসে কোয়েলকে দেখতেও লাগছে খুব সুন্দর

koel Mallick: হাঁটুঝুলের বডিকন ড্রেসে তাক লাগালেন কোয়েল, রূপ দেখে প্রশংসায় ঋতুপর্ণা থেকে ঐন্দ্রিলা
কেমন লাগছে কোয়েলকে

Follow Us

একদিকে সৌন্দর্য অন্যদিকে বুদ্ধিমত্তা- এই দুইয়ের মাপকাঠিতে সেরা হলেন কোয়েল মল্লিক। তাঁর ভাবনা, দৃষ্টিভঙ্গি, কথা বলার স্টাইল সবকিছুই বড্ড সুন্দর। যে কোনও চরিত্রেই তিনি সমান সাবলীল। বাণিজ্যিক সিনেমাতেও যেমন তাঁকে দেখা যায় তেমনই দেখা যায় গোয়েন্দার ভূমিকায় এবং অন্যরকম চরিত্রেও। সংসার এবং  কাজ এই দুই দারুণ ভাবে সামলে চলেন কোয়েল। বাড়ির প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থাকেন ছেলে কবীরকে সঙ্গে নিয়ে। নিজের কাজের বাইরে পুরো সময়টাই তাঁর তোলা থাকে কবীরের জন্য। এতদিন হয়ে গেল কোয়েন ইন্ডাস্ট্রিতে আছেন এখনও পর্যন্ত কোনও পার্টিতে দেখা যায় না তাঁকে। জীবনে ভীষণ রকম নিয়মশৃঙ্খলা মেনে চলেন তিনি, সব সময় দেন পজিটিভির বার্তাও।

কাজের ফাঁকে রোজ শরীরচর্চা করতে তিনি ভোলেন না। জিম, যোগা এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি জুম্বাও করেন তিনি। কোনও দিনই সেই রুটিনে ছেদ পড়ে না। খুব বেশি ফটোশ্যুট না করলেও মাঝেমধ্যে ফ্যাশান শ্যুট করতে দেখা যায় কোয়েলকে। অধিকাংশ সময়ই তাঁকে দেখা যায় ইন্ডিয়ান আউটফিটেই। শাড়ি, স্কার্ট তাঁর প্রথম পছন্দ। ছেলে কবীরের জন্মের পর অতিরিক্ত যে ওজন বেড়েছিল তা তিনি কবেই শরীরচর্চা করে ঝরিয়ে ফেলেছেন। তাই কোয়েল সুযোগ পেলেই তাঁর মেদহীন চেহারা ফ্লন্ট করতে ভোলেন না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের দারুণ একটি ছবি শেয়ার করেছেন কোয়েল। অফ শোল্ডার থাই লেন্থের এই ড্রেসে কোয়েলকে দেখতেও লাগছে খুব সুন্দর। চকোলেট রঙের এই ড্রেসটি লেদার আর ভেলভেট দিয়ে তৈরি। ড্রেসের সামনের অংশ জুড়ে গোলাপ ফুলের মোটিফ। কানে ম্যাচিং গোল্ডেন ইয়াররিং। সুন্দর করে চুল বেঁধেছেন। শিমারে সেরেছেন মেকআপ। চোখে আইলাইনীর দিয়েছেন। ন্যুড শেডের লিপস্টিক পরেছেন। মেকআপ পোশাকের সঙ্গে ভীষণ রকম মানানসই। এই পোশাকে কোয়েলকে এত সুন্দর লাগছে যে তাতে চোখ ফেরানো দায়।

পলিএস্টারের এই ড্রেসটি বডিকন প্যার্টানেই তৈরি। এই রকম পোশাক মোটেই বেশি কাচা যায় না। তাই খুব সাবধানের সঙ্গে তা ব্যবহার করতে হয়। পলিএস্টারের তৈরি থ্রি ডি ফ্লোরাল মোটিফে কোয়েলকে এতই চমৎকার দেখাচ্ছে যে চোখ ফেরাতে পারছেন না ঋতুপর্ণা থেকে ঐন্দ্রিলা। প্রত্যেকেই কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। সেই সঙ্গে বড়পর্দায় কবে দেখা যাবে কোয়েলকে এমন আবদারও জানিয়েছেন ফ্যানেরা।

Next Article