Koel Mallick: গোলাপি জামা আর ফ্লেমিঙ্গো পিঙ্কে ‘২৩-এর তরুণী’ কোয়েল, নায়িকার আসল বয়স জানেন?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

May 01, 2023 | 7:00 PM

Koel Mallick Fashion: পিঙ্ক এই ড্রেসের সঙ্গে ম্যাচ করে সুন্দর বিডস আর স্টোনের কানের দুল পরেছেন কোয়েল। হাতে ঘড়ি। আর জামার কাট বোঝাতে কোমরে জড়িয়েছেন কালো বেল্ট

Koel Mallick: গোলাপি জামা আর ফ্লেমিঙ্গো পিঙ্কে ২৩-এর তরুণী কোয়েল, নায়িকার আসল বয়স জানেন?
কোয়েলের বিশেষ লুক

Follow Us

মাত্র কয়েকদিন আগেই ছিল কোয়েলের জন্মদিন। যদিও জন্মদিন নিয়ে বিশেষ কোনও উচ্ছ্বাস থাকে না নায়িকার। সোশ্যাল মিডিয়ায় তেমন পোস্ট করতেও দেখা যায় না তাঁকে। বরাবরই সোশ্যাল মিডিয়ার জাঁক জমকের আড়ালে থাকতে ভালবাসেন কোয়েল। নিজের কাজ, শ্যুটিং, বাড়ি- এটাই তাঁর রুটিন।  কাজ শেষ হয়ে গিয়েছে অথচ কোয়েল পার্টি করছেন আজ পর্যন্ত এরকম দৃশ্য দেখা যায়নি। বাড়ির যে কোনও অনুষ্ঠান তিনি পরিবারের সকলের সঙ্গে কাটান। সে জন্মদিন হোক বা পুজো। এছাড়াও কাজের বাইরে তাঁর সঙ্গী ছেলে আর বই। বই পড়তে খুবই ভালবাসেন তিনি। মেয়ের জন্মদিন প্রসঙ্গে বাবা রঞ্জিত মল্লিক এবার কলম ধরেছিলেন মিডিয়ায়। সেখানে কোয়েল প্রসঙ্গে তিনি বলেন- বড়ই বাধ্য মেয়ে তাঁর। ছোট থেকেই জন্মদিন পালন করে এসেছেন একান্নবর্তী পরিবারের সকল সদস্যের সঙ্গে।

ছেলে কবীরের জন্মের পর শরীরের যে অতিরিক্ত মেদ জমেছিল তা জিম, ডায়েট আর জুম্বা করে ঝরিয়ে ফেলেছেন কোয়েল।  আর তাই ২৩ বছর বয়সী কোয়েল যেমন ছিলেন এখনও তিনি ঠিক তেমনই আছেন। ক্যালেন্ডারের পাতা বলছে এবার চল্লিশ ছুঁলেন নায়িকা। এদিকে ছবি দেখে বোঝার কোনও উপায় নেই। এবারের জন্মদিনের পর গোলাপি রঙের ওয়ান পিসে নিজের কিছু দারুণ ছবি শেয়ার করেছেন মিতিন মাসি। পিঙ্ক এই ড্রেসের সঙ্গে ম্যাচ করে সুন্দর বিডস আর স্টোনের কানের দুল পরেছেন কোয়েল। হাতে ঘড়ি। আর জামার কাট বোঝাতে কোমরে জড়িয়েছেন কালো বেল্ট। চুলে পনিটেল। কোয়েলের এই রূপ সেমন ফ্রেশ তেমনই স্নিগ্ধ। বরাবরই কোয়েল পজিটিভিটির বার্তা দিয়ে থাকেন। শুধু তাই নয়, কোয়েলর যে কোনও কথার মধ্যেই লুকিয়ে থাকে ইতিবাচকতার ইঙ্গিত।

তাঁর কথা বলার আলাদা একটা ছন্দ আছে। ফ্যাশন ফটোশ্যুটেও দেখা যায় তাঁকে। শাড়ির সঙ্গে ওয়েস্টার্ন সবেতেই কোয়েল সমান মানানসই। গোলাপি রঙের এই জামার সঙ্গে ম্যাচ করে তিনি মেকআপও করেছেন। গোলাপি রঙে যেমন মানিয়েছে কোয়েলকে তেমনই গরমের জন্যেও আদর্শ এই রকম জামা। দুপুর কিংবা রাতের যে কোনও অনুষ্ঠানে এমন পোশাক বেছে নিতে পারেন আপনিও। কোনও দিনই কোয়েল বিশেষ মেকআপ করেন না। সাধারণেও হয়ে ওঠা যায় অসাধারণ….একথাই তিনি বার বার বুঝিয়ে দিয়েছেন।

Next Article