
সব পোশাকেই সুন্দর মানায় মাধরী দীক্ষিতকে (Madhuri Dixit Nene)। লেহেঙ্গা, গাউন বা শাড়ি, কিংবা পশ্চিমী পোশাক, সব লুকেরই কোনও জবাব নেই। সঙ্গে মন ভুলানো সেই হাসির ঝিলিক তো রয়েছেই। একাধারে স্টাইলিশ, অভিনেত্রী, সুন্দরী, ফিটনেস প্রেমী, দুর্দান্ত ফ্যাশন সেন্স, সব কিছুই প্রশংসনীয়। মিষ্টি হাসি আর ট্র্যাডিশনাল পোশাকে (Traditional Look) সকলের মন জয় করে নিতে পারেন তিনি। সম্প্রতি দিওয়ালির (Pre Diwali Look) আগেই ইন্সটাতে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। হলুদ রঙের কাঞ্জিভরম শাড়িতে এই লুক এক কথায় গ্ল্য়ামারাস ও অনবদ্য। আসন্ন ছবি মাজা মা-র অভিনেত্রী উত্সবের মেজাজকে চাঙ্গা করে দিতে এই ঐতিহ্যবাহী পোশাককেই বেছে নিয়েছেন। আর এই লুকেই যে তিনি কতজনের হৃদয় চুরি করেছেন, তা বলার অপেক্ষা রাখে না।
দোরগোড়ায় দীপাবলি। আর ওইদিন যদি সকলের থেকে আলাদা করে নজর কাড়তে হলে টিপস নিতে চান, তাহলে মাধুরীর মতন ট্র্যাডিশনাল শাড়ির লুককে বেছে নিতে পারেন। দিওয়ালি ও উত্সবের মেজাজ ধরে রাখতে সুন্দর হলুদ কাঞ্জিভরম সিল্ক শাড়ি বেছে নিয়েছিলেন মাধুরী। কাঞ্জিভরম শাড়ি মানেই ভারী শাড়ি ও সাজগোজ। এক্ষেত্রেও তেমনটাই ছিল। ঝলমলে সোনালি পাড় ও ও ৬ গজের সিল্কের শাড়িটি দিওয়ালির রেশ যেমন বজায় রেখেছে তেমনি ভারতীয় সংস্কৃতিকেও সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে ম্যাট রঙের বোনা বর্ডার। রয়েছে লাল রঙের অনন্য় ও অভিনব চেকার্ড ডিজাইন। তাতে সাদামাটা হলুদ শাড়িটি পেয়েছে আধুনিকতার ছোঁয়া। ক্লাসিক কাঞ্জিভরম শাড়ির থেকে একেবারেই অন্য ডিজাইনের নকসায় আরও পৃথক করেছে । শাড়ির সঙ্গে ম্যাচ করে লাল রঙের একটি কনট্রাস্ট ব্লাউজ পরেছেন ধক ধক- গার্ল। শাড়ি ও ব্লাউজের নকসার সূক্ষ্ম অমিল থাকায় অফবিট ফ্যাশনের তকমা পেয়েছে। সঙ্গে আকর্ষণও কেড়ে মাধুরীর ফ্যাশন সেন্স।
ভারতীয় সাজে ভারী নকসার গয়না থাকবেই। শাড়ির ক্ষেত্রে গয়নার ব্য়বহার সবচেয়ে বেশি। চোকার নেকপিস, স্টেটমেন্ট কানের দুল ও ককটেল রিং বেছে এক কথায় অপূর্ব দেখতে লেগেছে তাঁকে। সঙ্গে অবশ্যই যোগ করতে হয় মাধুরীর মেকআপ টাচকে। শিশিরভেজা মেকআপ লুকের জন্য ব্লাশড গাল, সাইনি আই কালার, ক্লাসিক কার্লি ল্য়াশেস, ন্য়াচারাল ব্রাউন লিপসে অনন্য হয়ে উঠেছেন তিনি। ক্লাসিক লুক হলেও আধুনিকতার মোড়কে মাধুরীর ট্র্যাডিশনাল লুক সকলের মন ছুঁয়ে গিয়েছে।