Manushi Chhillar:ফের মালদ্বীপের সৈকতে আগুন ঝরালেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড!
শুধু ভ্রমণের জন্য তো নয়ই, ছুটি কাটাতে গিয়েও মানুসি যে ফ্য়াশনিস্তা তা বলাই বাহুল্য। সুন্দর সুন্দর পোশাকে ছুটি কাটানোর মজাকে আরও বেশি উপভোগ করছেন তিনি।
মালদ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুসি চিল্লার। নীল সমুদ্র আর সাদা বালির সৈকতে নানান পোজে ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। শুধু ভ্রমণের জন্য তো নয়ই, ছুটি কাটাতে গিয়েও মানুসি যে ফ্য়াশনিস্তা তা বলাই বাহুল্য। সুন্দর সুন্দর পোশাকে ছুটি কাটানোর মজাকে আরও বেশি উপভোগ করছেন তিনি।
মালদ্বীপে আউটিংয়ের জন্য সামার সামহোয়্যার নামক একটি ব্র্যান্ডের সুন্দর পেস্তা- সবুজ শেডের একটি ব্রালেট ও হাই-রাইজ প্যান্ট বেছে নিয়েছিলেন মানুসি। সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। আউটিংয়ের জন্য তিনি স্প্যাগেটি-স্ট্র্যাপ ব্র্যালেট পরেছিলেন। সঙ্গে কাউল নেকলাইন এবং ব্যাক-টাই সংযুক্ত ছিল। পকেট-যুক্ত স্ট্রেইট-ফিট প্যান্টটিও বেশ নজরকাড়া।
পোশাকের সঙ্গে মানানসই সোনার আংটি ছাড়াও হিল পরে তিনি যে মলদ্বীপে আগুন ঝরাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার পর ক্যাপশনে লিখেছেন, মালদ্বীপের ট্যান!
View this post on Instagram
মানুসির এই সুন্দর সেক্সি পোশাকটির দাম কত জানেন? ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ব্রালেটটির দাম প্রায় ৩.৩৯০ টাকা ও প্যান্টের দাম প্রায় ৪,৪৯০ টাকা।
প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন মানুসি চিল্লার। বিশ্বসুন্দরীর সম্মান পাওয়ার পর তিনি পা রাখতে চলেছেন বলিউডে। জানা গিয়েছে, অক্ষয় কুমারের বিপরীতে ঐতিহাসিক সময়ের নাটক পৃথ্বীরাজের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করবেন৷ আসন্ন সিনেমাটিতে কনৌজের রাজকুমারী সামযুক্তার চরিত্রে অভিনয় করবেন।