
ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উত্সব হল ঈদ-উল-আধা বা বাকরা ঈদ। যা সাধারণ ভাবে বখরি ঈদ নামে পরিচিত। করোনা আবহের সারা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মুসলিম ধর্মে অত্যন্ত উল্লেখযোগ্য উত্সব। আত্মবলিদানের উত্সব এটি। ইসলামিক ক্যালেন্ডারের শেষ নমাস ধু-আল-হিসার দশম দিনে বখরি ঈদ পালন করা হয়। এই বছর ঈদ আল আধা বা বখরি ঈদ ২০-২১ জুলাই পালিত হচ্ছে।
আর এই বিশেষ দিনের জন্য মুসলিম মহিলা ও অল্পবয়সি মেয়েরা নিজেদের সাজিয়ে তুলতে নতুন ডিজাইনের পোশাক কিনতে, ম্যাচিং চুড়ি কিনতে, বাড়ির অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য, সুস্বাদু মিষ্টি ও খাবার তৈরিতেই ব্যস্ত থাকেন। তবে এই বিশেষ দিনে অধিকাংশ মুসলিম মহিলা ও মেয়েরা দুহাত ভরতি করে মেহেন্দি পরেন। বর্তমানে নয়া আরবিক প্য়াটার্নের মেহেন্দি ডিজাইন এখন বেশ ট্রেন্ডিংও বটে। ব্রেসলেট মেহেন্দি আর্ট থেকে গোটা হাত পর্যন্ত মেহেন্দি ব্যবহার করার প্রচলন রয়েছে। সহজ ও সুন্দর মেহেন্দির কয়েক ঝলকে দেওয়া রইল, যা ঈদের দিন আপানর হাতের মেহেন্দি নজর কাড়বে…
প্রতিবছর এ দেশে যে সময় ঈদ হয়, সৌদি আরবে তা ১ দিন আগে হয়। অথচ সৌদি আরবের সাথে আমাদের সময়ের পার্থক্য মাত্র তিন ঘন্টা। এর কারণও চাঁদের অবস্থান । ঈদ মানে আনন্দ। এ আনন্দ পৌঁছে যায় সবার ঘরে ঘরে। সবার জীবন হয়ে উঠে আনন্দময় ও উৎসবমুখর। ঈদ হল সম্প্রীতির উত্সব।