টলিউডের ফ্যাশনিস্তাদের মধ্যে বরাবর পয়লা নম্বরে থাকেন মিমি চক্রবর্তী। শাড়ি, ড্রেস, গাউন যে কোনও কিছুতেই তাঁকে অসাধারণ লাগে দেখতে। বরাবরই ফিটনেস ফ্রিক মিমি। মিমি একাধারে অনেক কিছু সামলে চলেন। অভিনয়, নিজের কাজ, দুই পোষ্য আর কাছের মানুষকে নিয়ে ভরা সংসার, সঙ্গে সাংসদ হিসেবেও নিজের দায়িত্ব পালন করে চলেন তিনি। এর মধ্যে নিয়ম করে ফটোশ্যুটও করেন মিমি। সেই ফটোশ্যুটে মিমি কে দেখা যায় দাকরুণ সুন্দর সব শাড়িতে। পুজোতেও মিমিকে দেখা গিয়েছে ট্র্যাডিশন্যাল বিভিন্ন শাড়িতে। প্রতিটি লুকেই তাঁকে লেগেছে অসাধারণ। শাড়ির সঙ্গে মেকআপও যৎসামান্য। প্রচুর গয়না পরেছেন এমন নয়, তবুও তাঁর স্নিগ্ধ লুকের দিকে শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
সম্প্রতি মিমি তাঁর ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি শেয়ার করেছেন, সেই সব ছবিতে তাঁকে দেখা গিয়েছে স্লিভলেস সুইটহার্ট ব্লাউজ আর অফ হোয়াইট-লাল পাড় শাড়িতে। আর এই শাড়িতে খুবই সুন্দর দেখতে লাগছে মিমিকে। এই স্লিভলেস লাল ব্লাউজের সঙ্গে একপ্লিট করে শাড়িটি পরেছেন মিমি। এক হাতে দুটো সোনার বালা আর কানে খুব সুন্দর ডিজাইনের একটি কানপাশা। সবথেকে বেশি নজর কাড়ছে এই কানপাশাই। চুলে হালকা মিডল পার্ট করে খোঁপা করেছেন, তাতে দিয়েছেন লাল গোলাপ। কপালে ছোট্ট কালো টিপ। সব মিলিয়ে ভীষণ স্নিগ্ধ লাগছে মিমিকে। আর শাড়িতে দারুণ সুন্দর পোজও দিয়েছেন তিনি।
অভিনেত্রী নিয়মিত ডায়েট তো করেনই, সেই সঙ্গে শরীরচর্চাও করেন। শরীরের কোথাও বাড়তি মেদ নেই তাঁর। আর তাই শাড়িটিও খুব সুন্দর করে ড্রেপ করা গিয়েছে। তাঁর মেদহীন ফিগার সুন্দর করে ফ্লন্টও করেছেন তিনি। মিমির এই শাড়ি লুকে আপনিও সাজাতে পারেন নিজেকে। বিজয়ার আড্ডা, কালীপুজোর দিন অথবা বিয়ের অনুষ্ঠানে পরতে পারেন। এতে দেখতে যেমন ট্র্যাডিশন্যাল লাগে তেমনই মডার্ন টাচও রয়েছে। শাড়িতেই যে মেয়েদের সবচেয়ে বেশি সুন্দর লাগে এ বিষয়ে কোনও সন্দেহই নেই। আর সিল্ক হল আভিজাত্যের প্রতীক, যে কোনও বয়সের মহিলাকেই এই ট্র্যাডিশন্যাল সিল্কে লাগবে দুর্দান্ত।