Mimi Chakraborty: কফি শেডের সি থ্রু টিস্যু শাড়িতে মোহময়ী মিমি, ক্যাজুয়াল লুকে দিলেন দারুণ পোজ

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 30, 2023 | 2:14 PM

Tissue Saree: এথনিক বুটিক থেকে এই শাড়িটি বেছে নিয়েছেন মিমি। আর মিমির স্টাইলিং করেছেন অভিষেক রায়। মিমির যে টিম রয়েছে তাঁরাই ছিলেন মেকআপ আর ফটোগ্রাফির দায়িত্বে

Mimi Chakraborty: কফি শেডের সি থ্রু টিস্যু শাড়িতে মোহময়ী মিমি, ক্যাজুয়াল লুকে দিলেন দারুণ পোজ
কেমন লাগছে মিমিকে

Follow Us

বর্তমনা টলি নায়িকাদের মধ্যে যদি ফ্যাশনে জোর টক্কর হয় তাহলে তাতে সবসময়ই এগিয়ে থাকবেন এই দুজন- মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ফ্যাশন, মেকআপ এবং লুক নিয়ে তাঁরা দুজনেই ভীষণ রকম সচেতন। ফ্যাশন ট্রেন্ড নিয়ে মিমি চক্রবর্তী যে সর্বদাই ওয়াকিবহল তা বোঝা যায় মিমির যে কোনও ছবি দেখলেই। নিজের লুক নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করেন মিমি। প্রতি সপ্তাহেই তিনি পোস্ট করেন নিত্য নতুন ছবি। প্রতিটি পোশাক, প্রতিটি স্টাইল, মেকআপ হয় দেখবার মতো। মিমি যেসব পোশাক পছন্দ করেন এবং পরেন তার মধ্যে একটা আভিজাত্য রয়েছে। পোশাকের রং, কাট আর স্টাইল খুব সুন্দর করে মিলিয়ে ফেলতে পারেন তিনি। তাঁর যে কোনও ছবিতে একরাশ মুগ্ধতা ছাড়া আর অন্য কোনও কিছুই থাকে না।

মিমি নিয়মিত ভাবে শরীরচর্চা করেন, থাকেন ডায়েটের মধ্যে। ফলে তাঁর শরীরে কোথাও অতিরিক্ত মেদের চিহ্নও নেই। যে কারণে সব পোশাকেই তিনি আত্মবিশ্বাসী। সম্প্রতি একটি ক্লাসিক টিস্যু শাড়িতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন মিমি। কফি রঙের এই সি থ্রু শাড়িটি খুবই সাধারণ। শাড়ির পাড়ে রয়েছে দারুণ এমব্রয়ডারি আর সারা গায়ে ছোট ছোট বুটি। কালো ডিপনেক ব্রা কাট ব্লাউজ দিয়ে শাড়িটি পরেছেন মিমি। একটা পিন করে আঁচল ছেড়েছেন। এই সুন্দর শাড়িটির সঙ্গে মানানসই গয়নাও পরেছেন মিমি।

স্টোনের স্টাড ইয়ার রিং, নেকলেস, হাতে বড় পাথর সেটিং আংটি, চুড়ি- সব মিলিয়ে খুব সুন্দর লাগছে তাঁকে। চুলে পনিটেল করেছেন। ম্যাট ফিনিশের মেকআপ করেছেন। চমৎকার লাগছে মিমির আই মেকআপও।  যদিও মিমি সব সময় এই ম্যাট ফিনিশই পছন্দ করেন। সব মিলিয়ে খুব ভাল দেখতে লাগছে মিমিকে। এথনিক বুটিক থেকে এই শাড়িটি বেছে নিয়েছেন মিমি। আর মিমির স্টাইলিং করেছেন অভিষেক রায়। মিমির যে টিম রয়েছে তাঁরাই ছিলেন মেকআপ আর ফটোগ্রাফির দায়িত্বে। মিমি এই ছবি পোস্ট করার পর সুন্দর কমেন্ট করেছেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরা। সব মিলিয়ে যাদবপুরের সাংসদ ঠিক যেন স্বপ্নসুন্দরী। নিজেকে ভালবাসা প্রত্যেকটা মানুষের জন্য জরুরী- মিমি এই বার্তাই দেন সর্বত্র। সকাল কিংবা সন্ধ্যের যে কোনও অনুষ্ঠানে এমন মেকআপ আর শাড়ি বেছে নিতে পারেন আপনিও।

Next Article