স্টাইল আর ফ্যাশনে টলিউডের যে দুই অভিনেত্রী সব সময় গোল দেন তাঁদের মধ্যে অন্যতম হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী। তাঁদের প্রতিটি ফ্যাশন, প্রতিটি স্টাইল সব সময় সকলের মন কেড়ে নেয়। প্রতিটি স্টাইলের মধ্যে রয়েছে আভিজাত্য। পাশ্চাত্য, ইন্ডিয়ান এই দুটো লুকেই দারুণ লাগে তাঁকে দেখতে। অতিরিক্ত মেকআপ কিংবা জমকালো পোশাক পরলেই যে ফ্যাশন হয় তা বারে বারে বুঝিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। যে কোনও পোশাক শুধু পরলেই হয় না, সেই পোশাককে প্রথমে ভালবাসতে জানতে হয়। তবেই সেই পোশাকের অভিজাত্য ফুটে উঠবে আপনার শরীরে। শাড়ি, গয়না বা পছন্দের ব্যাগে সাজতে চান সকলেই। কী ভাবে নিজেকে দেখতে চান অধিকাংশ মানুষই এটা নিজের মনে একটা কল্পনা করে নেন। আর তাই আজকের দিনে ফ্যাশ, স্টাইল এত গুরুত্বপূর্ণ।
মডেলিং এর মাধ্যমে কেরিয়ার শুরু মিমি চক্রবর্তীর। এরপর বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সকলে তাঁকে চিনতে শুরু করেন গানের ওপারে-র পর থেকে। পুপের চরিত্র সকলেরই খুব প্রিয়। বিশেষ করে ওই সাদা শাড়ি, কাঠের চুড়ি, পুপের সাজ- সবই খুব সুন্দর লাগে দেখতে। ফিটনেস ফ্রিক মিমি। নিজেকে সব সময় কঠোর শরীরচর্চা আর ডায়েটের মধ্যে রাখেন তিনি। অভিনয়, নিজের ইউ টিউব চ্যানেল, সাংসদ হিসেবে কাজ এবং পুরো বাড়ির দায়িত্ব ভীষণ রকম দক্ষতার সঙ্গে সামলে চলেন তিনি। সম্প্রতি মিমি তাঁর সোশ্যাল মিডিয়াতে দারুণ একটি ছবি শেয়ার করেছেন। আর শাড়িতে তাঁকে বরাবরের মতই খুব সুন্দর লাগছে দেখতে। বেগুনি রঙের একরঙা সিল্ক শাড়ি পরেছেন মিমি। মনোক্রম ভাঙতে একই রঙের বেনারসি কাজের স্লিভলেস ব্লাউজ বানিয়েছেন।
চুল খোলা, ন্যুড মেকআপ এবং সঙ্গে ন্যুড লিপস্টিক। এই শাড়ির সঙ্গে মিমির প্রতিটি গয়না দেখার মত। গয়নার মধ্যে যেমন আধুনিকতা রয়েছে তেমনই রয়েছে আভিজাত্য। সাবেকী গয়না ভারী বেশি এমনটা অনেকেই বলেন। তবে সাবেকি ওই নকশা আধুনিক স্লিক গয়নায় থাকে না। মিমির গলার চোকার, লহরী হার, হাতের দুই বালা, চূড়, কানে ঝোলা দুল- সব মিলিয়ে গয়নার মেলবন্ধনে ভীষণ সুন্দর দেখাচ্ছে তাঁকে। পুজো বা বাড়ির বিশেষ কোনও অনুষ্ঠানে এভাবে সাজতে পারলে দেখতে খুবই সুন্দর লাগে। গয়না থাকলেই হয় না, তাকে সুন্দর করে পরতে জানতে হয়। সেই বার্তাই যেন দিয়েছেন মিমি।