
এক আর্ন্তজাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম দেখা তাঁদের। গোপনে মন দেওয়া-নেওয়া তখনই হয়ে গিয়েছিল কিন্তু কে তা জানত! পাক্কা দু বছর নিজেদের ‘বিশেষ বন্ধুত্বকে’ এক রকম মোড়কেই রেখেছিলেন মারিয়ানা ভারেলা এবং ফ্যাবিওলা ভ্যালেন্টিন। এবার তাঁরা ‘মিসেস’ হলেন। ২০২০ সালের থাইল্যান্ডের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের মঞ্চে প্রথম দেখা হয় তাঁদের। সেখান থেকেই বন্ধুত্বের সূত্রপাত। ২০২০ সালে ‘মিস আর্জেন্টিনা’র খেতাব জেতেন মারিয়ানা। ওই একই বছরে ‘মিস পুয়ের্তো রিকো’র খেতাব জেতেন ফ্যাবিওলা ভ্যালেন্টিন। থাইল্যান্ডের সেই প্রতিযোগিতায় খেতাব জিততে না পারলেও একে অন্যের মন চুরি করে নিয়েছিলেন। এরপর ২ বছর তাঁরা দু’জনে একটানা প্রচুর ঘোরাফেরা করেছেন। একসঙ্গে বেড়াতে যাওয়া, পার্টি, ফটোশ্যুট কিছুই বাকি রাখেননি। কিন্তু তাঁদের প্রেমকাহানি কাকপক্ষীতেও টের পায়নি।
অবশেষে বিয়েটা সেরেই ফেললেন মারিয়ানা- ফ্যাবিওলা। এবার সোশ্যাল মিডিয়াতে ফলাও করে দিলেন সেই বিয়ের খবর। নিজেদের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন তাঁরা। সেখানেই জানিয়েছেন ২৮ অক্টোবর তাঁরা বিয়ে করেছেন। সেই ভিডিয়োতে তাঁদের বিভিন্ন মুহূর্ত, আংটিবদল, একাধিক পার্টি এবং বিভিন্ন ফটোশ্যুটের কোলাজ রয়েছে। এই দু বছরে তাঁরা যে ভাল সময় কাটিয়েছেন সেই ছবিই তুলে ধরেছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল যুগলের ভিডিয়ো।
ভিডিয়োটিতে দুজনের একাধিক ঘনিষ্ট মুহূর্তের ছবি রয়েছে। একে অপরকে চুম্বন করছেন, সমুদ্রের পাড়ে বিকিনি পরে ঘুরছেন, কাছের লোকেদের নিয়ে কেক কাটছেন- নানা ছোট ছোট মুহূর্ত উঠে এসেছে। বিয়ের দিন দুজনেই পরেছিলেন সাদা পোশাক। সাদা বেল্ট দেওয়া ওয়ান পিসের সঙ্গে আমেরিকান ডায়মন্ডের ঝোলা দুল। মেক আপ সামান্যই। পুরো ভিডিয়ো জুড়ে রয়েছে ভালবাসার ছোঁয়া। তাঁদের সেই ভিডিয়োতে শুভেচ্ছা জানিয়েছেন একাধিক তারকা। মারিয়ানা আর ফ্যাবিওলার এই মিষ্টি মুহূর্তের সাক্ষী থাকুন আপনিও।