ফ্যাশনে বরাবরই চমক দিতে ভালবাসেন মনামী ঘোষ। কখনও মেটালে কখনও সিক্যুইনের কাজ আবার কখনও বার্বি ডলের পোশাকে- নানা ভাবে নিজেকে সাজিয়ে তোলেন তিনি। মনামীর ফ্যাশনের ফ্যান তাঁর ভক্তরা। আর মনামী জানিয়েছেন সব সময় নতুন ছবি, পোশাকের মাধ্যমে তিনি তাঁর ফ্যানেদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন। মাত্র ১৬ বছর বয়সে কেরিয়ার শুরু তাঁর। একাধিক জনপ্রিয় টেলিসোপে অভিনয় করেছেন তিনি। বছরের পর বছর ধরে বাঙালির ড্রইংরুমে উজ্জ্বল উপস্থিতি তাঁর। বর্তমানে সিনেমাতেই দেখা যাচ্ছে তাঁকে। এছাড়াও একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের বিচারকের ভূমিকাতেও আছেন মনামী। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী মনামী। এছাড়াও তাঁর একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সময় পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। সেই সব ভিডিয়োও কিন্তু থাকে মনামীর ভক্তদের জন্য।
শাড়ি, ড্রেস একাধিক পোশাকে আগে নানা চমক তো দিয়েইছেন। আর এবার পটচিত্রের এই দারুণ একটি ড্রেসে দেখা গেল মনামীকে। সাদা রঙের অ্যাসেমেট্রিক কাট গাউন জুড়ে আঁকা পটচিত্র। থিম হল- মাছের বিয়ে। গাউনের ঘের এতটাই যে মনামীকে দেখতে একদম পুতুলের মত লাগছে। আজ থেকে ২০ বছর আগেও মনামী যেমন ছিলেন এখনও ঠিক তেমনটাই আছেন।
শরীরে কোথাও অতিরিক্ত মেদ জমেনি। কোমরের মাপও একই রয়েছে। এরজন্য তাঁকে অবশ্য প্রচুর মেহনতও করতে হয়। এই পোশাকের সঙ্গে থিমেরও দারুণ একটা যোগ রয়েছে। মনামীর মাথাতেও রয়েছে পটচিত্রের একটি হেডপিস। এরসঙ্গে বিশেষ কোনও মেকআপ বা গয়না নেই। চোখে কাজল আর ঠোঁটে রয়েছে লাল লিপস্টিক। চুলের দু সাইডে লক্স ছেড়ে সুন্দর করে খোঁপাও বেঁধেছেন তিনি। তা হল ব্যাকড্রপে বাঁশবাগানের মাথায় চাঁদ। মাত্র দু দিন আগেই চন্দ্রযান ৩ সফল ভাবে পা রেখেছে চাঁদের মাটিতে। সেই প্রসঙ্গ টেনেই যে মনামী তাঁর এই ছবির ক্যাপশনটি লিখেছেন তা বলাই বাহুল্য। সব মিলিয়ে একেবারে অন্যরকম দেখতে লাগছে মনামীকে। এই ছবি পোস্ট করার পর কমেন্টে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর ভক্তরা। এই পোশাকটির প্রশংসাও করেছেন সকলে। মনামীর এই ছবিটি আপনি দেখেছেন তো?