
বৈশাখ মানেই শুরু বিয়ের মরশুম। যদিও এখন বছরভর বিয়ের অনুষ্ঠান লেগেই থাকে। অঘ্রাণ থেকে ফাল্গুণ মাস পর্যন্ত টানা বিয়ের দিনক্ষণ থাকে। এবার বৈশাখ মাসের শুরুতেই ছিল বলিউডের বহুল চর্চিত এবং বহুদিনের প্রতীক্ষিত বিয়ের অনুষ্ঠান- রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে। তালিকায় রয়েছেন ফারহান আখতার-শিবানী দান্ডেকর। টলিউডে বিয়ে সেরেছেন প্রান্তিক-অঙ্কিতা। আলিয়া-রণবীরের বিয়ের সাজ তদেখার জন্য মুখিয়ে ছিলেন সকলেই। বসন্তের শেষ প্রহরে অফ হোয়াইট শাড়িতে আলিয়ার সাজ নজর কেড়েছে সকলের। সম্প্রতি বিয়ে করেছেন মালায়ালাম অভিনেত্রী মৈথিলি। দক্ষিণ ভারতীয় সাজে মৈথিলির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন তাঁর মেকআপ আর্টিস্ট উন্নি।
সরু খয়েরি পাড়ের বর্ডার সহ- সোনালী রঙের একটি ট্র্যাডিশন্যাল কাঞ্চিপুরম শাড়িতে সেজেছিলেন মৈথিলি। সঙ্গে পাড়ের রঙের সঙ্গে সাযুজ্য রেখে ভারী কাজের ব্লাউজ, দক্ষিণ ভারতীয় ধাঁচের সোনার অলঙ্কার, কোমরবন্ধ, গজরা- সব মিলিয়ে তাঁর সাজ ছিল ভীষণ রকম সুন্দর। মৈথিলির বিয়ের দিনের মেকআপও ছিল খুব হালকা। ঠোঁট রাঙিয়েছিলেন মেরুন লিপস্টিকে কপালে ছোট্ট টিপ। সাদা-সোনালীর জরির ট্র্যাডিশন্যাল কেরালা কটন ধুতি পরেছিলেন স্বামী সাম্বাথ। গরমের দুপুরে এমন ওয়েডিং লুক নজর কেড়েছে সকলের।
সন্ধ্যের পার্টিতে মৈথিলি পরেছিলেন মেরুন রঙের ফুলস্লিভ গাউন। ব্ল্যাক স্যুটে দেখা গেল সাম্বাথকে। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে হাতে স্টোনের সরু ব্রেসলেট, গলায় দামি স্টোনের লেয়ার হার আর কানে ছোট্ট টপ- খুব ছিমছাম সাজই বেছেছিলেন মৈথিলি। গরমের দিনে মৈথিলির এই পুরো সাজ চোখকে ভীষণ আরাম দেয়। রীতি অনুযায়ী বিয়ের দিন সকালের যাবতীয় আচার-অনুষ্ঠান মন্দিরেই সম্পন্ন হয় তাঁদের। আর সেখানে অফ হোয়াইট গোল্ডেনের ট্র্যাডিশন্যাল শাড়িতে সেজেছিলেন তিনি। এছাড়াও সবচেয়ে বেশি নজর কেড়েছিল মৈথিলি-সাম্বাথের গলায় পদ্মের মালা।
বিয়ের অনুষ্ঠান শেষে তাঁদের হাতে ছিল পদ্মের তোড়া। বৈশাখে বিয়ে আপনারও? এমন হালকা সাজে নিজেকে সাজিয়ে নিতে পারেন আপনিও। এই সময়ে বিয়ের অনুষ্ঠান থাকলে শাড়ির রং সেই ভাবে বাছুন। বাকি সাজ-পোশাক, গয়নাতেও থাক ঋতুর ছোঁয়া।