Trineel: ভেজা চুল আর গোলাপি স্যুইমওয়্যারে পুলে হিল্লোল তৃণার, চোখে চোখ রেখে কথা দিলেন কাকে?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 01, 2023 | 1:10 PM

Trina And Neel: এই মাসেই ছিল নীলের জন্মদিন। শহরের একটি পাঁচতারা হোটেলে নীলের জন্মদিনের স্পেশ্যাল পুল পার্টির আয়োজন করেছিলেন তৃণা। সেখানেই একের পর এক সারপ্রাইজে চমকে দেন নীলকে

Trineel: ভেজা চুল আর গোলাপি স্যুইমওয়্যারে পুলে হিল্লোল তৃণার, চোখে চোখ রেখে কথা দিলেন কাকে?
টলিউডের হট কাপল

Follow Us

তারকাদের বিচ্ছেদের তালিকায় একবার তাঁদের নাম শেনা গেলেও নিন্দুকদের মুখে ছাই দিয়ে দুই ফার বেবিকে নিয়ে দিব্যি সুখে ঘর করছেন নীল-তৃণা। টলিউডে ব্র্যান্ডিং এর দিক দিয়ে যে সব তারকা এগিয়ে আছেন, তাঁদের সঙ্গে প্রথম সারিতেই রয়েছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। নীল আর তৃণার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সখ্যা রীতিমতো চোখ ধাঁধানো। অজস্র ভক্ত রয়েছে তাঁদের। শুধুমাত্র অভিনয় নয়, রিলসে এই দুই তারকাকে টেক্কা দেওয়া ভার। প্রায়দিনই নিজেদের একাধিক রিলস পোস্ট করেন তাঁরা। দুজনেরই প্যাশন হল নাচ। তাঁদের নাচের প্রচুর রিলস দেখা যায় ইনস্টাগ্রামে। এছাড়াও ফটোশ্যুট তো আছেই। আপাতত টেলিভিশনের কাজ থেকে সাময়িক বিরতি নিয়েছেন তৃণা। এরই ফাঁকে ফটোশ্যুট, ব্র্যান্ড প্রমোশন একাধিক কাজে ব্যস্ত তিনি।

এই মাসেই ছিল নীলের জন্মদিন। শহরের একটি পাঁচতারা হোটেলে নীলের জন্মদিনের স্পেশ্যাল পুল পার্টির আয়োজন করেছিলেন তৃণা। সেখানেই একের পর এক সারপ্রাইজে চমকে দেন নীলকে। তবে জন্মদিনে প্রিয় বরকে দারুণ একটি সারপ্রাইজ দিয়ে চমকে দিয়েছেন তৃণা। শহরের ব্যস্ততম রাস্তা রুমির মোড়ে নীলের ছবি দিয়ে ছিল বিশাল একটি হোর্ডিং সঙ্গে জন্মদিনের উইশ।

সেদিনের পুলপার্টি জমিয়ে দিয়েছিলেন এই পাওয়ার কাপল। কেক কাটার সময়ে একটি হলুদ ড্রেসে দেখা পাওয়া গেল তৃণার। পুল পার্টি শুরু হলেই দারুণ সুন্দর পিংক রঙের একটি সাঁতারের পোশাকে দেখা গেল তাঁকে। খোলা চুলে পুলের জলেই চলল জমিয়ে মজা। রাতভর হুল্লোড়ে নীল-তৃণার রোম্যান্স তখন তুঙ্গে। একে অন্যের দিকে চোখে চোখ রেখে অনেক কথা বললেন। দিলেন সারপ্রাইজও। আর নীল জলে স্যুইমিং এর পোশাকে দারুণ লাগছে তৃণাকে। ফ্যাশন আর পোশাক নিয়ে তৃণার এক্সপেরিমেন্ট তো চলতেই থাকে।

Next Article