২০২২ যেন শুধুমাত্র আলিয়ার জন্যই। যাতেই হাত দিয়েছেন তাতেই সোনা ফলেছে। বছর জুড়েই তিনি ছিলেন সাফল্যে মোড়া। শুরু সেই গাঙ্গুবাঈ থেকে। গাঙ্গুবাঈতে আলিয়ার বিশেষ লুক যেমন নজর কেড়েছিল তেমনই আলিয়ার ছিমছাম বিয়ের লুকও ছিল নজরকাড়া। লাল নয়, ছকভেঙে সাদা আর সোনালি কম্বিনেশনের শাড়ি বেছে নিয়েছিলেন আলিয়া। বিয়ের মাত্র আড়াই মাসের মধ্যেই সুখবর দিয়েছিলেন রালিয়া জুটি। নভেম্বরে বেবি মমের কোল জুড়ে এসেছে কন্যা রাহা। বিয়ে থেকে মাতৃত্ব… কম হইচই হয়নি আলিয়ার ব্যক্তিগত জীবন ঘিরে। যদিও সেই সব মন্তব্যে কোনও রকম কর্ণপাতই করেননি আলিয়া রণবীর। মেয়ের জন্মের ঠিক একমাস পরই কঠোর শরীরচর্চায় ফিরে গিয়েছেন মা আলিয়া। সেই ছবিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মেয়ের জন্মের পর থেকেই প্রায় রাতগাজা হয়ে দিন কাটছে মায়ের। রাত জাগা, কম ঘুম, চেনা রুটিন বেশ খানিকটা উল্টে-পাল্টে গিয়েছে। রূপচার জন্য তেমন সময় পাচ্ছেন না। তবে মেয়ে রাহার জন্মের পর মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বাগদান অনুষ্ঠানে হাতে হাত রেখে উপস্থিত হয়েছিলেন মাম্মি-পাপা আলিয়া-রণবীর। যদিও রাণবীর কাপুরের থেকে সকলেরই নজর সবচাইতে বেশি ছিল আলিয়া ভাটের দিকে। হালকা আকাশী রঙের ওয়েস্টার্ন স্টাইলের চিকনকারীর কুর্তা পরেছিলেন আলিয়া। ডিপ ভি নেকলাইনের এই কুর্তিতে চোখ সরানো যাচ্ছিল না তাঁর থেকে। সঙ্গে কানে ডায়মন্ডের স্টাড ইয়াররিং। হাতে ডায়মন্ডের আংটি। সাইড চার্ট করে চুল স্টেট করেছেন। আর কোনও রকম মেকআপ করেননি আলিয়া। সামান্য আইব্রোজও করেননি নায়িকা। চোখে কাজলের ছিটে ফোঁটা নেই। নেই লিপস্টিকও। তবুও সব লাইমলাইট যেন তিনিই কেড়ে নিয়েছে। প্যাস্টেল শেডের এই আকাশী রংটি এখন বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই রঙে ভীষণ মানিয়েছে আলিয়াকে।
বড়দিনেও হাউস পার্টি করেছিলেন রালিয়া। লাল সোয়েটার ড্রেস আর সান্তা টুপিতে সেজে রণবীর ও বাড়ির সকলের সঙ্গে বেশ কিছু আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন তিনি। বছর শেষের দিনটাও বাড়িতে কো-অর্ড পাজামা সেটেই কাটল আলিয়ার। কোনও রকম প্রসাধনী ছাড়াই সদা সুন্দরী আলিয়া। নো মেকআপ লুকেও কী ভাবে নজর কাড়া যায় সেই ট্রেন্ড সেট তিনিই করেছেন। অভিনয়, বিয়ে, সংসার, মাতৃত্ব সব মিলিয়ে দারুণ ছিল আলিয়ার ২০২২। ২০২৩-এ তাঁর জন্য অপেক্ষা করছে আরও অনেক চমক…