ফ্যাশান আর স্টাইল করতে কে না ভালবাসে! কিন্তু সব সময় কি আর ম্যাচিং করে জুতো, জামা আর হেয়ার স্টাইল করতে ভাললাগে? কিছু সময় না হয় একটু অগছালোই থাকলেন। নিজের মত করে নিজের সঙ্গে সময় কাটাতে সব সময় সেজে থাকার প্রয়োজন হয় না। সুন্দর করে সাজৃগোজ করলে মন ভাল থাকে ঠিকই, তবে একঘেয়েমি থেকেও মাঝে মাঝে বিরতির প্রয়োজন হয়। আর তাই এই সময়টাকেই কাজে লাগান। ব্র্যান্ডেড পোশাক আর গ্ল্যামারাস মেকআপের পরিবর্তে বেছে নিন ঘরোয়া লুককেই। এখন যে কোনও অনুষ্ঠানই সবাই সুন্দর করে পালন করেন। অনুষ্ঠানের সঙ্গে মানানসই পোশাক পরেন। এর উদ্দেশ্য কিন্তু একটাই। নিজেদের সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা। আর এই ছবির চক্করে কোথাও যেন হারিয়ে যায় নিজের সত্ত্বা।
রোজকার জীবনে আমরা কেউই Proper- ড্রেস কোডে থাকি না। যতটুকু প্রয়োজন তত টুকু থাকেই। কিন্তু সিনেমার পর্দায় যে ভাবে গৃহস্থ জীবন তুলে ধরা হয় তা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না। সাজানো পরিপাটির থেকে জীবন একটু আলগোছে থাকতেই পছন্দ করে। কেন আপনি চোখে কাজল পরেননি বা কেন আপনার জামাটা কোনও নামী ব্র্যান্ডের নয়, এই নিয়ে বাকিদের কিচ্ছু এসে যায় না। আজকাল সকলেই নিজের জীবনে বড় ব্যস্ত। সেই ব্যস্ততার ফাঁকে একটু নিজের মত করে তুলে ধরুন নিজেকে। এতে মনও ভাল থাকবে।
নিজের কাজ আর ব্যস্ততার মাঝে ঠিক নিজের মতো করে সময় খুঁজে নেন মিমি চক্রবর্তা। আর সেই সময়টুকু পুরোপুরি দেন নিজেকেই। কখনও দুই পোষ্যর সঙ্গে খেলা আবার কখনও নিজের সুন্দর ব্যালকনিতে বসে প্রকৃতি উপভোগ করা- মুহূর্ত লেন্সবন্দি করতে কিন্তুল মিমি ভোলেন না। মঙ্গলবার পড়ন্ত বিকেলের কমলা আলোয় স্নিগ্ধ একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। মিমি বমানেই বোল্ড লুক আর ফ্যাশনিস্তা তাঁর ট্যাগলাইন। কিন্তু এই ছবিতে মিমি একেবারেই উল্টো। এলোচুল, কানে ঝুমকো আর কলমকারি প্রিন্টের সুতির সালোয়ার- ওড়নায় মিমি যেন পাশের বাড়ির চেনা মেয়েটি। কর্মব্যস্ততায় জীবন থেকে বিকেল হারিয়ে গিয়েছে বেশিরভাগেরই। মিমি যেন সূর্যাস্তের সেই চিঁটে-ফোঁটা আলোই নিয়ের গায়ে মেখে নিচ্ছেন। কোনও রকম মেকআপ নেই, ঠোঁটে একেবারে ন্যাচারাল লিপগ্লস- যতই আমরা ফ্যাশান নিয়ে সচেতনতার কথা বলি না কেন এমন ছবিি কিন্তু মন কাড়ে।
চরিত্রের প্রয়োজনে নানা রকম মেকআপ করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের। এছাড়াও ফ্যাশান ফটোশ্যুট তাঁদের কাজের অংশ। তাঁদের দেওয়া ফ্যাশান টিপসে অনুপ্রাণিত হন বাকিরা। তবে মাঝেমধ্যেও তাঁদেরও ইচ্ছে করে সেই খোলস ছেড়ে বেরিয়ে আসতে। ফ্যাশান নিয়ে নানা েক্সপেরিমেন্ট করেন সোহিনী সরকার। এছাড়াও ঘুরতে খুবি ভালবাসেন তিনি। সম্প্রতি সোহিনী গিয়েছিলেন হিমাচলে। আর সেখান থেকে বেশ কিছু ছবি আপলোড করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। নীল রঙের বাঁধনি প্রিন্টের খুব সাধারণ কুর্তিতে বেশ কিছু ছবি রয়েছে সোহিনীর। খোলা চুলে মেকআপের ছিটেফোঁটাও নেই। শুধু ঠোঁটে আছে আলতো লিপগ্লসের ছোঁয়া।
ফ্যাশান নিয়ে রোজ কিছু না কিছু এক্সপেরিমেন্ট করলেও ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। অবসর সময়ে তিনি বই পড়েন, ছবি আঁকেন। ছাদ জোড়া তাঁর বাগান। গাছেদের পরিচর্যাও নিজের হাতে করেন তিনি। সময় পেলেই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে ভালবাসেন প্রিয়াঙ্কা। তাঁর ইন্সটায় অজস্র ছবি রয়েছে ‘কুল-ক্যাজ’ মেকআপহীন। প্রতিটি ছবিই কিন্তু স্নিগ্ধতা মাখা। মেকআপ আর প্রফেশন্যাল ফটোশ্যুটের চাইতে কোনও অংসে কম নয়। আপনার প্রিয় অভিনেত্রীরা যখন এভাবে নিজেদের ক্যাজুয়াল লুক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন তখন আপনিও পারেন। একবার বহুরূপীর খোলস ছেড়ে বেরিয়ে ‘সাধারণ’ ফ্যাশন করুন। আত্মতৃপ্তি পাবেন…