
রেড কার্পেটে গ্ল্য়ামারাস গাউন বা প্যান্ট-স্যুট পরতে পছন্দ করলেও দেশি লুকে (Desi Look) শাড়ি উজ্জ্বলতায় সবকিছু ফ্যাকাসে হয়ে যায়। গ্লোবাল আইকন (Global Icon) প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra Jaonas) চিরকাল ভক্তদের কাছে সেই দেশি গার্ল হয়ে থাকবেন। তাঁত সিল্ক, ডিজাইনার ড্রেপস, শিফন বা হালকা বেনারসি শাড়িতে তিলোত্তমা লুকের পোস্ট ইন্সতে গেলেই দেখতে পাবেন। বিদেশের মাটিতে জরুরি ইভেন্টেও প্রিয়াঙ্কার প্রথম পছন্দ শাড়ি। এছাড়া ইন্সটাতে পোস্ট করা ছবিগুলি দেখলেই বোঝা যায়, বাড়ির যে কোনও অনুষ্ঠান বা পুজোয় শাড়ির গুরুত্ব জেনেই পরেন। সম্প্রতি হলুদ রঙের সুন্দর ও গ্ল্যামারাস শিফন পরে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। দেশি গার্লের গ্ল্যামারাস ও স্টাইলিং লুকে বিভোর মার্কিন মুলুকও। ১৩ অক্টোবর সারাদেশ জুড়ে পালিত হচ্ছে করবা চৌথ। সেই ব্রত উপলক্ষ্যেই এই বিশেষ সাজ কিনা, তা পরিস্কার নয়।
কারবা চৌথের সময় বিদেশের মাটিতেও পূর্ণ রীতি মেনে পুজো করেন দেশি গার্ল। বুধবার, প্রিয়াঙ্কার ইন্সটাগ্রাম পোস্টের পর সকলেরই এক কথা মনে হতে পারে, করওয়া চৌথের জন্যই কি এই বিশেষ সাজ। পোস্ট করা ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন , সারি সারি রাত। পাশে হার্ট ইমোজি। স্লিভলেশ সিলভার ব্লাউজ, ট্র্য়াডিশনাল গয়না ও হলুদ শিফন শাড়ির বেশে হিন্দু উত্সবগুলির অন্য মাত্রা যোগ করেছেন তিনি। আপনি যদি কারবা চৌথের মত পুজো-অর্চনায় যুক্ত হতে চান, তাহলে প্রিয়াঙ্কার মতন এমন হলুদ সিফন শাড়ি নিজের জন্য বেছে নিতে পারেন। ট্র্যাডিশনাল লুক আনতে ও স্টাইলিংয়ের জন্য এই ধরনের শাড়ি ওয়্যার্ড্রোবে রাখতে ভুলবেন না যেন। সঙ্গে নিজের মত হেয়ারস্টাইলও করতে পারেন।
গোটা হলুদ শিফন শাড়িতেউজ্জ্বল সিক্যুইন করা সাজের লুক রয়েছে। হলিউডে একনাগাড়ে কাজ করে যাওয়া এই পঞ্জাবি মেয়ের স্টাইল বরাবরের জন্যই নজরকাড়া। ম্যাচিং স্লিভলেস ব্লাউজের সঙ্গে মিডরিফ-বারিং হেম ও চওড়া ইউ-নেকলাইনের স্টাইল যে কোনও শাড়ির সঙ্গেই মানানসই। ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কাট্রেন্ডি টম-হ্যান্ডেল বর্স ক্লাচ, সুন্দর ব্রেসলেট, চুড়ি, সঙ্গে একটি দামি ব্র্যান্ডের ঘড়ি, হাই হিল ও চোকার নেকলেস পরেছেন প্রিয়াঙ্কা।
শাড়ি ও অ্যাকসেসারিজ তো হল, এবার মেকআপের পালা। সামনের দিকে ঢেউ খেলানো, খওলা চুলের স্টাইল, কপালে লাল রঙের টিপ, বেরি টোনড করে আঁকা চোখ, ব্লাশড চিকস, হাইলাইটার, উইংগ আইলাইনার, মাস্কারার সাজে অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। গ্ল্যামারাস দেশি লুকে নিজেকে সাজাতে গেলে প্রিয়াঙ্কার এই সুন্দর ও স্নিগ্ধ স্টাইলকে আপন করে নিতে পারেন।