Priyanka Sarkar: ছাইরঙা হ্যান্ডলুমের শাড়ি আর শার্ট কলার ব্লাউজে শহরের রাস্তায় বারিশযাপন প্রিয়াঙ্কার, গায়ে মাখলেন বৃষ্টির জলও

Monsoon Fashion: খুশিমনে ভিজলেন, কখনও আবার সেই ছোটবেলার মত বৃষ্টির জল মুঠোবন্দি করলেন, কখনও গলি-দেওয়ালের পাশ দিয়ে হেঁটে গেলেন। সব মিলিয়ে ভীষণ ক্লাসিক প্রিয়াঙ্কার এই লুক

Priyanka Sarkar: ছাইরঙা হ্যান্ডলুমের শাড়ি আর শার্ট কলার ব্লাউজে শহরের রাস্তায় বারিশযাপন প্রিয়াঙ্কার, গায়ে মাখলেন বৃষ্টির জলও
কেমন লাগছে প্রিয়াঙ্কাকে

| Edited By: রেশমী প্রামাণিক

Aug 06, 2023 | 11:39 AM

একঘেঁয়ে বর্ষা ভীষণ বিরক্তিকর। তার থেকেও বেশি বিষণ্ণ। কাদা-প্যাচপ্যাচে জল পেরিয়ে এই সময় রাস্তায় বেরোতে বড়ই বিরক্তি লাগে। বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরমে কোনও খামতি নেই। আবার এই বর্ষা হল ঋতুর রানি। কাঁচ ঘেরা জানলার ওপাশে কিংবা খোলা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে বেশ লাগে। বর্ষায় প্রকৃতি তার নিজের মত করে সেজে ওঠে। চারিদিকে সবুজের সমারোহ। জঙ্গল, পাহাড়, সমুদ্র এই সময় যেন অন্য রূপ নেয়। বৃষ্টির জল পায়ে পায়ে ছেটাতে বেশ লাগে। আবার বৃষ্টির দিনে বাড়ি বসে খিচুড়ি-ইলিশ খাওয়ার মজাটা আলাদা কিংবা আদা দিয়ে বেশ কড়া করে চা বানিয়ে খেতেও বেশ লাগে। পায়ে পায়ে জল ছিটিয়ে আবার কখনও বৃষ্টির জল হাতে ধরে বর্ষা যাপন করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

এমনই এক বর্ষার দিনে ঘুরে বেড়ালেন শহরের আনাচ-কানাচে। জলছবি আঁকলেন নিজের মনের আনন্দে। নিজের খুশির মুহূর্তগুলো ফ্রেমবন্দিও করলেন দারুণ কায়দায়। ছাইরঙের একরঙা হ্যান্ডলুমের শাড়ি পরেছেন প্রিয়াঙ্কা। সঙ্গে নীল-ধূসর মেশানো খাদির স্লিভলেস শার্ট কলার দেওয়া ব্লাউজ। খুব সাধারণ ভাবে একপিন দিয়েই শাড়িটি জড়িয়ে নিয়েছেন। খোলা চুলে ওয়েভি কার্ল, কানে সিলভারের দুল। বর্ষা আর তাঁর শাড়ির সঙ্গে ভীষণ রকম মানানসই মেকআপও। যত্ন নিয়ে চোখ এঁকেছেন। পায়ে সিলভার বক্স হিলজুতো। সব মিলিয়ে খুব পারফেক্ট প্রিয়াঙ্কার এই বর্ষার লুক। এই শাড়ির সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে সাদা ট্রান্সপারেন্ট ছাতা। ছবির সব আকর্ষণ কেড়ে নিয়েছে সামান্য এই ছাতাটি।

খুশিমনে ভিজলেন, কখনও আবার সেই ছোটবেলার মত বৃষ্টির জল মুঠোবন্দি করলেন, কখনও গলি-দেওয়ালের পাশ দিয়ে হেঁটে গেলেন। সব মিলিয়ে ভীষণ ক্লাসিক প্রিয়াঙ্কার এই লুক। বর্ষার দিনের জন্য একেবারে পারফেক্ট। ছবি দেখলো প্রেমে পড়বেন আপনিও। সোশ্যাল মিডিয়ার জন্য বৃষ্টির দিনে এমন ফটোশ্যুট করতে চান? সাধারণ একটা হ্যান্ডলুমের শাড়ি থাকলেই সাজ কমপ্লিট।