Alia bhatt: এই পুজোয় আলিয়া কাট কুর্তি পেয়ে যাবেন কলকাতায় বসেই, কোথায়? জানুন

Alia Cut Kurti: প্লিটস আর থ্রেডওয়ার্কই আলিয়া স্যুটের বিশেষত্ব।  দাম শুরু ১০০০ টাকা থেকে। সর্বোচ্চ তা হতে পারে ৩০০০ পর্যন্ত। আবার যদি হোলসেলে কিনতে চান তাহলে তাও পেয়ে যাবেন বড়বাজারে। এক্ষেত্রে নূন্যতম ৫০ হাজার টাকার বিল হতেই হবে

Alia bhatt: এই পুজোয় আলিয়া কাট কুর্তি পেয়ে যাবেন কলকাতায় বসেই, কোথায়? জানুন
তবে দেবের চরিত্রে অর্থাৎ পর্দায় রণবীর কাপুরের বাবার চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে ছিল ধোঁয়াশা বর্তমান। এবার জানা গেল নাম।

| Edited By: রেশমী প্রামাণিক

Sep 16, 2023 | 9:00 AM

একটা সময় ছিল যখন পুজোয় ট্রেন্ডিং এ থাকত করিনা কাপুরের সালোয়ার, কুর্তি। ‘কভি খুশি কভি গম’ বা ‘মুঝসে দোস্তি করোগে’- এই সব সিনেমায় অভিনয় করার সময় করিনা দারুণ কিছু সালোয়ার পরতেন। শর্ট ঝুলের সালোয়ারে থাকত ফ্লেয়ারড বা বাটারফ্লাই স্লিভস। এর সঙ্গে বেলবটমস বা প্যারালাল প্যান্ট। রঙের ক্ষেত্রে প্রাধান্য পেত ফ্লুরোসেন্ট- কমলা, হলুদ, সবুজ, আকাশি এমন রঙের সালোয়ার দেখতে লাগত খুবই ভাল। আর সালোয়ার জুড়ে থাকত সিক্যুইনের কাজ। কিশোরাদের কাছে এই সালোয়ার করিনা সালোয়ার নামেই পরিচিত ছিল।  পুজো, দিওয়ালিতে সবাই তাই কিনতেন। এই বছর বাজার জুড়ে শুধুই আলিয়া। পশ্চিমবঙ্গের জেলার অধিকাংশ বড় দোকানেই মিলছে এই আলিয়া স্যুট। হোলসেলে কিনতে চাইলে পাবেন কলকাতাতেও।

আলিয়া ভাট এখনকার মেয়েদের কাছে অনুপ্রেরণার একটা নাম। ২৯ বছর বয়সে হঠাৎ বিয়ে কোনও রকম আড়ম্বর ছাড়াই, তারপর সন্তানের জন্ম, মাতৃত্ব, নিজের কেরিয়ার- সব কিছু দারুণ দক্ষতার সঙ্গে সামলে চলতে পারেন তিনি। আলিয়ার  বিয়ের সাজও নজর কেড়েছিল সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এখন আলিয়ার  মত করে বিয়েতে সাজতে চাইছেন। এছাড়াও আলিয়ার ফ্যাশন সেন্স, স্টাইল, ব্যাগি টিশার্ট, ক্রপ টপ এসবও কাঁপিয়ে দিচ্ছে ফ্যাশন দুনিয়া।

তবে এবার পুজোয় একাই  বাজার মাত করে দিয়েছে আলিয়া স্যুট। এই থ্রি পিস স্যুটকে বলা হচ্ছে আলিয়া কাট। প্রেগন্যান্সির সময়ে এমন সালোয়ার, টপ, কাফতান বেশ পরতেন আলিয়া। সেখান থেকেই এবার তা ফ্যাশনে ট্রেন্ডিং। লিলেনের উপর ডিজিটাল প্রিন্ট, জর্জেটের উপর ডিজিটাল প্রিন্ট, সিল্কের উপর ফ্লোরাল প্রিন্ট, জিগজ্যাগ প্যার্টান এসবই চলছে এই আলিয়া কাটে। এই স্যুটের বিশেষত্ব হল বাস্টের কাছে  ডিজাইন থাকে প্রজাপ্রতির মত। বাস্টের পরই শুরু হয়ে যাচ্ছে প্লিটস আর লম্বা ঘের। আনারকলির মত পা পর্যন্ত লম্বা হয় না থাকে হাঁটুঝুল পর্যন্ত। ফ্লোরাল প্রিন্টের এই স্যুট বেশি চলছে এবার পুজোয়। ওড়না, হাতা আর বাস্টের কাছে থাকছে জরির হ্যান্ড এমব্রয়ডারি। প্লিটস আর থ্রেডওয়ার্কই আলিয়া স্যুটের বিশেষত্ব।  দাম শুরু ১০০০ টাকা থেকে। সর্বোচ্চ তা হতে পারে ৩০০০ পর্যন্ত। আবার যদি হোলসেলে কিনতে চান তাহলে তাও পেয়ে যাবেন বড়বাজারে। এক্ষেত্রে নূন্যতম ৫০ হাজার টাকার বিল হতেই হবে। এই স্যুট সবাইকে দেখতে ভাল লাগে। বাচ্চাদের যেমন মানাবে তেমনই বড়দেরও ভাল লাগবে। মা-মেয়ে ট্যুইনিং করেও পরতে পারেন।