Radhika Apte Stuns In White: রাধিকার নতুন সাদা পোশাকের রকমারিতে মুগ্ধ হয়ে যান

রাধিকা আপ্তে বারবার তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। অভিনেত্রী তাঁর পোশাক নিয়ে নানান রকমের পরীক্ষা করতে কখনওই পিছপা হন না। আর সেই সব রকমের পোশাকেই অনবদ্য চেহারা পরিবেশন করে এসেছেন তিনি। ইদানীং, ‘Ghoul’ অভিনেত্রী একরঙা পোশাক আলিঙ্গন করেছেন। পোশাকের রঙ ছিল সাদা এবং রাধিকা এক এক সময়ে এক এক চটকদার চেহারা নিয়েছেন এই […]

Radhika Apte Stuns In White: রাধিকার নতুন সাদা পোশাকের রকমারিতে মুগ্ধ হয়ে যান
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 1:45 PM

রাধিকা আপ্তে বারবার তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। অভিনেত্রী তাঁর পোশাক নিয়ে নানান রকমের পরীক্ষা করতে কখনওই পিছপা হন না। আর সেই সব রকমের পোশাকেই অনবদ্য চেহারা পরিবেশন করে এসেছেন তিনি। ইদানীং, ‘Ghoul’ অভিনেত্রী একরঙা পোশাক আলিঙ্গন করেছেন। পোশাকের রঙ ছিল সাদা এবং রাধিকা এক এক সময়ে এক এক চটকদার চেহারা নিয়েছেন এই সাদা পোশাকেই।

সম্প্রতি, রাধিকার নতুন পোশাক চমক লাগিয়ে দিয়েছে। তাঁকে একটি সাদা ক্রোশেট টপ-এ চকমকে নেকলাইন এবং বিকিনি বটমের জটিল কাটআউটে দেখা যায়। সাজটিকে সাবলীল রাখতে তিনি সোনালী রিং এবং হুপ কানের দুল দিয়ে সমস্ত স্টাইলটা অ্যাক্সেস করেছেন। অগোছালো ভাবে স্টাইল করা চুল রেখেছিলেন তিনি। সঙ্গে এই পুরো সাজ সম্পূর্ণ করতে সফট নিউড ব্রাউন মেকআপ বেছে নিয়েছিলেন।

View this post on Instagram

A post shared by Radhika (@radhikaofficial)

‘Parched’ অভিনেত্রীকে Summer Somewhere-এর একটি খুব সাধারণ সাদা কালো পোলকা ডটের পোশাক পরতে দেখা গেছে। বড় আকৃতির হাতা এবং কম নেকলাইন বিশিষ্ট এই পোশাকটিকে সাদা স্টিলেটো এবং সিলভার হুপ কানের দুল দিয়ে স্টাইল করেছিলেন রাধিকা। তিনি স্মোকি আই শ্যাডো এবং নিউড ব্রাউন ঠোঁটের সঙ্গে সাজটি সম্পূর্ণ করেছিলেন।

এটি আজকের আবহে খুব ভাল একটা পোশাক। প্রথমত এই পোশাক পরার জন্য খুব কম খাটতে হবে আর দ্বিতীয়ত মারাত্মক গ্ল্যামারাস। 

হালকা মিনি ক্রেপ থেকে তৈরি সাদা মিনি দৈর্ঘ্যের পোষাক, কালো পোলকা ডটস, বড়সড় স্লিভস এবং ছোট ড্রেপেড নেকলাইন। সাদা রঙের ওপর কালো পোলকা ডটস পোশাকটির জৌলুষ বাড়িয়ে তুলেছে।

পূর্ণ-হাতের পোশাকটিতে একটি পাতলা ফিটিড বডি ছিল যা রাধিকার কার্ভসগুলিকে পুরোপুরি আগলে রেখেছিল। এর ফলে এই পোশাকটি আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

আপনি যদি পোশাকটি কিনতে চান তাহলে এর দাম সম্বন্ধে অবগত হয়ে যান। লুসিয়া মিনি (Lucia Mini) নামের এই ড্রেসটি পরিচিত। রাধিকার এই পোশাকটি ৫,৫৯০ টাকায় আপনি পেতে পারবেন।

আপনি যদি আপনার সংগ্রহে এই পোশাকটি যোগ করতে চান, তাহলে রাধিকার থেকে দেখে নিন পোশাকটি ঠিক কীভাবে সঞ্চালন করা যায়। অগোছালো চেহারাতেও শুধুমাত্র এই পোশাক আপনাকে আকর্ষণীয় করে তুলতে পারে। আপনার বান্ধবীদের সঙ্গে পানীয়ের জন্য বাইরে যাওয়ার সময় এই পোশাক আর অল্প মেকআপই যথেষ্ট।

তিনি আরেকটি চমকপ্রদ লুক শেয়ার করেছেন যেখানে তাঁকে একটি সাদা কাট-আউট মিনি ড্রেস পরতে দেখা গিয়েছিল। এই ড্রেসে তাঁকে অত্যন্ত স্টাইলিশ লাগছিল। তিনি আবার ন্যূনতম মেকআপ বেছে নিয়েছিলেন। তাঁর এই পোশাকটি যেকোনো স্পটলাইট চুরি করতে পারবে যেকোনো মুহূর্তে। তিনি সোনালি ব্রেসলেট দিয়ে পোশাকটি অ্যাক্সেস করেছিলেন যা তাঁর চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

View this post on Instagram

A post shared by Radhika (@radhikaofficial)

রাধিকা আপ্তে কখনোই অন্যরকমের রাস্তা নিতে লজ্জা পান না। এই ফটোশ্যুটের জন্য, একটি সাহসী OTT পোশাক বেছে নেওয়ার পরিবর্তে, ‘Sacred Games’ অভিনেত্রী কালো এবং সাদা রঙের একটি খুব সাধারণ মিনি ড্রেস বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন: রাখী বন্ধনে ভাই-বোনের সম্পর্ক অটুট রাখতে কেমন মেহেন্দি পরবেন, দেখে নিন