বিয়ের আসর থেকে পোস্ট ওয়েডিং ইভেন্ট- সবেতেই উজ্জ্বল তারকা নবদম্পতি রাহুল-দিশা
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 18, 2021 | 3:08 PM
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রাহু বৈদ্য ও দিশা পালমার। বন্ধুত্ব, প্রেম ও তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই দুই সেলেব। বিগবসের মঞ্চেই ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক রাহুল বৈদ্যকে বিয়ের প্রস্তাব দেন টিভি সিরিয়ালের অভিনেত্রী দিশা পালমার।
1 / 6
পোস্ট-ওয়েডিংয়েও আগুন ছড়ালেন এই নবদম্পতি। ভারী নীল রঙা লেহেঙ্গায় দিশা ও কালো ব্লেজার প্যান্টে দুর্দান্ত রাহুল একসঙ্গে মঞ্চ কাঁপালেন। বিয়ের পর একসঙ্গে প্রকাশ্যে রোম্যান্টিক নাচলেন রাহুল-দিশা।
2 / 6
উজ্জ্বল গোলাপী রঙের গ্ল্যামার্স লেহেঙ্গা চোলি রাজরাণীর বেশে বিয়ের আসরে নজর কেড়েছিলেন দিশা। অন্যদিকে সোনালি জরির সাদা শেরওয়ানিতে রাজকুমারের বেশে সেজেছিলেন হ্যান্ডসাম রাহুল।
3 / 6
নেট দুনিয়ায় রাহুল-দিশার বিয়ের বিভিন্ন পোজের ছবি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। মিষ্টি হাসির ঝিলিকে বধূসাজে দিশাকে দেখে রাহুলের ভালোবাসার উচ্ছ্বাস সকলের মন জয় করে নিয়েছে।
4 / 6
পোস্ট ওয়েডিং অনুষ্ঠানের জন্য নীল কট্যুর লেহেঙ্গা বেছে নিয়েছিলেন সুন্দরী দিশা পারমার। ডিজাইনার ছিলেন সীনা গুজরাল। ঝলমলে মিডনাইট ব্লু অ্যাটায়ার কোল্ড-শোল্ডার, ব্যাকলেশ চোলির সঙ্গে এ-লাইন স্কার্ট। দিশার ব্লাউজের সিক্যুইন এমব্রয়াডরি, সুইটহার্ট নেকলাইনে সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন দিশাই। সিম্পল কিন্তু অসাধারণ গ্ল্যামারাস মেকআপের সঙ্গে পনিটেল হেয়ারস্টাইলের সাজ নববধূর সৌন্দর্যে মুগ্ধ হয়েগিয়েছিল রাহুল থেকে অতিথিরাও।
5 / 6
বিয়ের মতো পোস্ট ওয়েডিংয়ের পার্টি অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ে। গ্র্যান্ডবাশে উপস্থিত ছিলেন সেলেব দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকা-প্রেমের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন বহু অভিনেতা-অভিনেত্রী।বিয়ের পর একসঙ্গে প্রকাশ্যে রোম্যান্টিক নাচলেন রাহুল-দিশা।
6 / 6
দিশা ও রাহুলের বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন বিখ্যাত ডিজাইনার আবু জানি সন্দীপ খোশলা। মেহেন্দি, মালাবদল থেকে শুরু করে শুভদৃষ্টি হব কিছুই হিন্দু রীতি মেনেই বিয়ে করেছেন এই দুই সেলেব নবদম্পতি।