
বয়সের কাঁটা ধরে যে একেবারে উল্টোদিকে ঘোরানো যায় তা বার বার প্রমাণ করে দিয়েছেন রাইমা সেন। যেমন তাঁর গ্ল্যামার তেমনই তাঁর টোনড ফিগার। কোথাও ফ্যাটের ছিটেফোঁটাও নেই। বয়স তাঁর ৪২। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে তা স্বীকার করার উপায় নেই। কখনও বোল্ড লুকে আবার কখনও ট্র্যাডিশন্যাল লুকেই হাজির হন তিনি। সম্প্রতি স্লিভলেস ব্লাউজ আর গোল্ডেন শাড়িতে একেবারে ট্র্যাডিশন্যাল সাজে একটি ছবি শেয়ার করেছেন রাইমা। চুলে জড়ানো জুঁই এর মালা। কানে কানপাশা- ব্যাস আর কোনও গয়না নেই। একেবারে সাধারণ সাজ কিন্তু আতিশয্যে ভরপুর। কোনওদিনই রাইমা অতিরিক্ত মেকআপ করেন না। খুব অল্প মেকআপ করেন। মাঝখানে সিঁথি করে খোঁপা করেছেন। ভীষণ যত্ন নিয়ে চোখের মেকআপ করেছেন। রাইমার চোখ যে কত কথা বলে তা সকলেই জানেন।
ওয়েস্টার্ন পোশাকে যেমন তাঁকে সুন্দর লাগে তেমনই লাগছে এই শাড়িতে। সোনালী রঙের শাড়ি আর ব্লাউজে তিনি মনোক্রম ভেঙেছেন চোখের মেকআপে। খুব সাধারণ ভাবেই একটি পিন করে শাড়ি পরেছিলেন তিনি। রাইমাকে এতটাই ফ্রেশ লাগছে যে তাঁর থেকে চোখ ফেরানো খুব মুশকিল। রাইমার সঙ্গে তাঁর মা আর দিদিমার বেশ মুখের মিল রয়েছে। আর তা রাইমার ছবি দেখলে সহজেই বোঝা যায়। এই শাড়ি ছাড়াও হলুদ রঙর একটি টপে অসাধারণ ছবি রয়েছে তাঁর।
কানের দুল আর মেকআপেই মাত করে দিয়েছিন রাইমা এই লুকে। তবে রাইমা যাই পরুক না কেন শাড়িতে তাঁর থেকে চোখ ফেরানো যায় না। শাড়িতে ফ্লোরাল মোটিফ, সরু স্লিভের ব্লাউজ, হাতের সোনালি চুড়ি, ডিপ নেকের ব্লাউজ….সব মিলিয়ে ভীষণ সুন্দর তাঁর সাজ। রাইমা যে সিল্কটি পরেছেন তা যে বেশ পুরনো দিনের ছবি দেখেই বেশ বোঝা যাচ্ছে। গরমের দিনে কোনও বিয়েবাড়িতে এমন পুরনো দিনের সিল্ক বেছে নিতে পারেন আপনিও। সাধারণ সাজে সুন্দর যে লাগবেই তা হলফ করে বলা যায়।