Raima Sen: খয়েরি সুতির শাড়ি, কপালে ছোট্ট টিপে ঘরোয়া রাইমা সেন, ‘বং ক্রাশ’ কমেন্টে লিখলেন ফ্যানেরা

Fashion Tips: মহানায়িকার নাতনি আর তাই দিদিমার সঙ্গে যে তার মুখের মিল থাকবে বলাই বাহুল্য। একাধিক ছবিতেই তাঁর মুখের সঙ্গে মিল পাওয়া গিয়েছে সুচিত্রা সেনের...

Raima Sen: খয়েরি সুতির শাড়ি, কপালে ছোট্ট টিপে ঘরোয়া রাইমা সেন, বং ক্রাশ কমেন্টে লিখলেন ফ্যানেরা
কেমন লাগছে রাইমাকে

| Edited By: রেশমী প্রামাণিক

Jun 26, 2023 | 5:17 PM

এই নায়িকা নিজগুণে যেমন মানুষের মন জয় করে নিয়েছেন তেমনই তাঁর আরও একটি অসাধারণ দক্ষতা রয়েছে। তা হল বয়স লুকিয়ে রাখার ক্ষমতা। ক্যালেন্ডারের পাতা ঘুরে বয়সের কাঁটা এখন চল্লিশ পেরোলেও  তাঁর বয়স যেন খাতায়-কলমের তুলনায় আরও ১৫ বছর কম। নিজের কৌশলে কিছুতেই তিনি সেি বয়সকে বাড়তে দিচ্ছেন না। তবুও নিজের দক্ষতায় ঝড় তুলে যাচ্ছেন ভক্তদের মনে।  রূপে যেন তাঁর আগুন ঝরে। নির্মেদ চেহারায় যে কোনও পোশাকে তিনি সমান মানানসই। কখনও শাড়ি কখনও আবার ওয়েস্টার্ন পোশাকে দেখা যায় তাঁকে। পোশাকের মধ্যে যেমন আভিজাত্য থাকে তেমনই তাঁর স্টাইলিংও আকর্ষণীয়। পর্দার সোনাদার সঙ্গে তাঁর জুটি দারুণ রকম  হিট। তিনি রাইমা সেন।

মহানায়িকার নাতনি আর তাই দিদিমার সঙ্গে যে তার মুখের মিল থাকবে বলাই বাহুল্য। একাধিক ছবিতেই তাঁর মুখের সঙ্গে মিল পাওয়া গিয়েছে সুচিত্রা সেনের। তাঁর চাহনিও খানিকটা সুচিত্রার মতই। সোশ্যাল মিডিয়াতে তেমন ভাবে সক্রিয় নন রাইমা। তবে মাঝেমধ্যেই নিজের নানা লুকের ছবি তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতেও।  বর্ষার মরশুমে এমনই এক আলসেমির দিনে খয়েরি রঙের সুতির শাড়ি গায়ে লেপটে ছবি তুললেন রাইমা। ঘুরে বেড়ালেন শহর কলকাতার এদিক-ওদিকে। কখনও রেললাইনের ধারে কখনও ভিক্টোরিয়ার সাদা পাঁচিল ঘেষে আবার  কখনও বৃষ্টিভেজা ময়দানে দাঁড়িয়ে পোজ দিলেন তিনি।

সাধারণ সুতির শাড়ি, সুতির ইক্কত প্রিন্টের ব্লাউজ, হাতখোঁপা, এলোমেলো চুল, কপালে ছোট্ট টিপ আর কানের রুপোলি ঝুমকোয় খুব সুন্দর করে সেজেছেন তিনি। চোখের উপরে হালকা করে কাজল পরেছেন, মেকআপ প্রায় নেই বললেই চলে। মুখের চামড়ায় সামান্য ভাঁজ এসেছে কিন্তু তা প্রায় চোখে না পড়ার মতই। রবিবারের সকালে এমন সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে রাইমা উসকে দিলেন কত স্মৃতি। ভালবাসার শহরে স্মৃতি তৈরি করতে চান- এমনই লিখেছেন তিনি ছবির ক্যাপশনে। সাধারণ এই শাড়িতে রাইমাকে লাগছে অপরূপা। দুপুরের যে কোনও অনুষ্ঠানে এই রকম হ্যান্ডলুমের শাড়ি আর সাদামাটা সাজে আপনিও হয়ে উঠতে পারেন মোহময়ী।