Durga Puja 2021: দুর্গাপুজোর মণ্ডপে বাঙালি সাজে কাজল-রানি! কে বেশি নজর কাড়লেন, দেখুন ছবিতে

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: dipta das

Updated on: Oct 15, 2021 | 9:09 AM

বৃহস্পতিবারও মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় দেখা গেল কাজল ও রানিকে। পুজোয় উপস্থিতি পাশাপাশি দুই অভিনেত্রীই সৌন্দর্য ও স্টাইল-ফ্যাশনকে টেক্কা দিলেন।

Durga Puja 2021: দুর্গাপুজোর মণ্ডপে বাঙালি সাজে কাজল-রানি! কে বেশি নজর কাড়লেন, দেখুন ছবিতে
মুম্বইয়ের দুর্গাপুজো মণ্ডপে রানি মুখোপাধ্যায় ও কাজল

বাঙালির শ্রেষ্ঠ পুজোয় উত্‍সবমুখর বলিউডের অন্দরমহলও। দুর্গাপুজোর উত্‍সবকে কেন্দ্র করে বাঙালি অভিনেতা-অভিনেত্রীদের পরিবার একত্রিত হয়। দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতিবছরই মণ্ডপে ও পুজোর কাজে ব্যস্ত থাকেন বলিউডের প্রথমসারির অভিনেত্রী কাজল। বৃহস্পতিবারও মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজোয় দেখা গেল কাজল ও রানিকে। পুজোয় উপস্থিতি পাশাপাশি দুই অভিনেত্রীই সৌন্দর্য ও স্টাইল-ফ্যাশনকে টেক্কা দিলেন।

অসাধারণ ও উজ্জ্বল হলুদ লিনেন শাড়িতে সুন্দর করে সেজেছিলেন রানি। সঙ্গে ম্যাচিং চুড়ি ও কুন্দনের নেকলেস পরেছিলেন। অন্যদিকে কাজল সবুজ রঙের শাড়ি বেছে নিয়েছিলেন নিজের জন্য। চুল আলগা করে রেখে চুড়ি ও একটি সুন্দর নেকলেস পরেছিলেন। দুই বাঙালি অভিনেত্রীকেই পুজোর সাজে অপূর্ব লাগছিল তা বলার অপেক্ষা রাখে না।

ওইদিন কাজল ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন। তিনি লিখেছেন, তৃতীয় দিন। #শুভনবমী #অসাধারণ #জয়দুর্গা। পুজোর দিন বোন তানিশা ও মা তনুজাকে সঙ্গে নিয়েও ছবি তোলেন তিনি।

View this post on Instagram

A post shared by Kajol Devgan (@kajol)

ভরা সংসার সামলেও কাজের জায়গায় নিজেদের প্রতিভা অটুট রেখেছেন এই দুই বলি-ডিভা। পরিচালত রেবতীর সঙ্গে দ্য লাস্ট হুরে সিনেমার কাজ শেষ করেছেন কাজল। অন্যদিকে ৪২তম জন্মদিনে আসন্ন সিনেমার কথা ঘোষণা করেছেন রানি মুখোপাধ্যায়। মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে নামে সিনেমায় বাঙালি মহিলার বেশেই দেখা যাবে রানিকে। সিনেমার গল্প নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, এটি এমন একটি গল্প, যেটি গোটা দেশের বিরুদ্ধে একজন মায়ের যুদ্ধের যাত্রার গল্প। সিনেমাটির পরিচালক মেরে বাবা কি মারুতি খ্যাত অসীমা চিব্বার। এছাড়া বান্টি অওর বাবলি ২ সিনেমার মুক্তির অপেক্ষা রয়েছেন তিনি। কারণ সিনেমাটি আগামী ১৯ নভেম্বরে সিনেমাহলে মুক্তি পাবে।

আরও পড়ুন: Kajol: দুর্গাষ্টমীর দিনে নীল বেনারসি শাড়িতে তিলোত্তমা কাজল! দাম কত জানেন?

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla