পুজো আসছে, পুজো আসছে এই ভাবনা মনের মধ্যে যতটা উত্তেজনা তৈরি করে পুজো গেলে সেই সব আনন্দই যেন ফিকে হয়ে যায়। যদিও পুজো দিয়েই আমাদের বছরশেষের উৎসবের শুরু। পুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা, বিয়েবারি, বড়দিন, বর্ষবরণ উৎসব দিয়ে মোটামুটি উৎসব আবহের একটা পরিসমাপ্তি হয়। যদিও শীতকাল মানেই চারিদিকে প্রচুর মেলা, পিঠে পুলি পার্বণ এসব চলতেই থাকে। একটা পুজো যায় আর একটা পুজোর জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। যতই আকাশের মুখভার, বৃষ্টি, ডেঙ্গির চোখ রাঙানি থাক না কেন মাঠজোড়া কাশ, ভোরের আঙিনায় শিউলি ফুল এসব দেখতে বেশ লাগে। টগর গাছ এখন ফুলে সাদা, পুকুর ভর্তি শাপলা, পদ্ম, নীল আকাশের লুকোচুরি, প্রকৃতি যেন এই সময় অপরূপ সাজে সেজে ওঠে।
ষষ্ঠী টু দশমী- কোন দিন কোথায় আড্ডা বসবে, মহালয়ার দিন কোথায় দেখা হবে, কোন দিন শাড়ি পরা হবে- হোয়্যাটস অ্যাপে এই সব পরিকল্পনা তো চলছেই। অষ্টমীর অঞ্জলীর পোশাকটি সকলেই খুব যত্ন করে বেছে রাখেন। মেয়েরা যেমন শাড়ির সঙ্গে পছন্দের ব্লাউজ বানিয়ে নেন তেমনই ছেলেদের পছন্দের তালিকায় একেবারে প্রথমেই থাকে পাঞ্জাবী। অষ্টমীর সকালের পোশাক নিয়ে কেউই পরীক্ষা-নিরীক্ষায় যেতে চান না। সকলেই ট্র্যাডিশন্যাল পোশাক পরেন। তাই যাবতীয় ফিউশন, এক্সপেরিমেন্টাল লুক রাখুন ষষ্ঠী, সপ্তমী আর নবমীর জন্য। অনেকেরই বন্ধুদের সঙ্গে আড্ডা, রিইউনিয়নের প্ল্যান থাকে ষষ্ঠীর দিনে। আবার এমন অনেকে আছেন যাঁরা স্কুল-কলেজের বন্ধুরা দলবেঁধে ঠাকুর দেখতে বেরোন। এই রকম দিনে জিন্সের সঙ্গে বেল্ট দিয়ে শাড়ি পরে ফিউশন লুক ক্রিয়েট করতে পারেন ঠিক যেমনটা করেছেন মধুমিতা সরকার। ফেস মোটিফ এখন ফ্যাশনে খুবই ইন। শাড়ি, জামা, কুর্তি, সালোয়ারে খুবই চলছে এই প্রিন্ট।
জর্জেটের শাড়ির উপর মোটিফ প্রিন্ট বেশ ট্রেন্ডি। মধুমিতা এমনই একটি শাড়ি বেছে নিয়েছেন। নীল রঙের এই শাড়ির সঙ্গে মধুমিতা পরেছেন সাদা ক্রপ টপ। সঙ্গে ডেনিম জিনস আর কোমরে রয়েছে বেল্ট। এক হাতে স্মার্ট ওয়াচ আর কানে দারুণ সুন্দর একটি দুল- ব্যাস আর কোনও সাজগোজ নেই। কখনও চুলে উণচু করে খোঁপা করে কখনও চুল ছেড়ে একেবারে কুল ক্যাজুয়াল লুকে দারুণ কিছু ছবি তুলেছেন। প্রতিটি ছবিতেই মধুমিতাকে লাগছে ভীষণ ফ্রেশ। চোখে পড়ছে মধুমিত্াার সাদা স্নিকার্সও। এমন লুক জেন z-দের কাছে খুবই আকর্ষণীয়। পুজোয় একদিন এমন করে সাজতেই পারেন