রিয়েলিটি শোয়ে বিচারক পদে ঘন ঘন দেখা যায় বলিউডের অন্য়তম সুন্দরী ও ফ্যাশনিস্তা শিল্পা শেট্টি কুন্দ্রাকে। দীর্ঘ সময় পর ফের রূপালী পর্দাতে ফিরতে চলেছেন ভারতীয় ফ্যাশন দুনিয়ায় অন্য়তম আইকন।
সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা হাঙ্গামা ২ সিনেমার প্রোমোশনের জন্য বেছে নিয়েছিলেন ফ্যাশনেবেল পোশাককেই। ব্লিংগি প্যান্টস থেকে ফ্লাসি স্কার্টস, শিল্পার ওয়ার্ড্রোব জুড়ে বর্তমান। তবে সিনেমার প্রমোশনের জন্য এদিন পুরোপুরি অন্য রূপে আগমন ঘটেছিল। প্রোমোশন জুড়ে যাঁর দিকে সবচেয়ে বেশি নজর ছিল এদিন,তিনি আর কেউ নন, ধড়কন সিনেমার সুন্দরী অঞ্জলি।
সম্প্রতি শিল্পা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, যে কোনও অনুষ্ঠানে জন্য গ্ল্যামারাস আউটফিট সবসময়ই নজর কাড়ে। আর সেই বিশ্বাসে বিশ্বাসী তিনিও। এদিনের ইভেন্টের জন্য বেছে নিয়েছিলেন সাদা শার্ট ও বেগুনি রঙের ব্লিংগি স্কার্ট। ব্রিটিশ ব্র্যান্ড হাউস অফ সিবি-র এই গ্ল্যামারাস আউটফিটেই গোটা ইভেন্ট জুড়ে শিল্পাই সবচেয়ে উজ্জ্বল ছিলেন।
শিল্পার মতো যদি আপনিও এই গ্ল্যামারাস পোশাক নিজের ওয়ার্ড্রোবে রাখতে চান, তাহলে ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন। বেগুনি রঙের দুর্দান্ত ও স্টাইলিশ স্কার্টর দাম কত হবে ভাবছেন! ভারতীয় মুদ্রায় মাত্র ২ হাজার টাকা! ফ্যাশন আইকন শিল্পার মতো নিজেকে সাজিয়ে তুলতে হলে লন্ডনের ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিলেই চলে আসবে আপনার দোরগোড়ায়।