করোনা থেকে সুস্থ হয়ে ফের একটি নাচের রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে ফিরে এসেছেন বলিউডের তারকা অভিনেত্রী শিল্পা শেট্টি। আর সেই শোয়ে সকলের নজর কেড়েই চলেছেন তিনি। ফ্যাশান নিয়ে এক্সপেরিমেন্ট করা ছাড়াও সুন্দরী অভিনেত্রী স্টাইল ও আউটফিটের অভিনবত্বে শোয়ের উজ্জ্বলতা যেন আরও বাড়িয়ে তুলছেন।
সম্প্রতি ওই ডান্স রিয়েলিটি শোয়েক একটি এপিসোডের শ্যুটিংয়ে মাস্টার্ড হলুদ রঙের টুলে গাউনকে বেছে নিয়েছিলেন এই ৪৬ বছরের অভিনেত্রী। কোমড়ে কাছে চাপা, লম্বা গাউনে শিল্পার ভাইব্রেন্ট লুক এক অন্য মাত্রায় প্রকাশ পাচ্ছিল।
ভি- নেক লাইন, রাফলড স্লিভসের নজরকাড়া ডিজাইনার গাউনের সঙ্গে শিল্পা অ্যাকসারিজের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছেন। উজ্জ্বল নেকলেশ, ম্যাচিং রিং, চাঙ্কি ব্রেসলেট, স্টাড জোড়ায় মোহময়ী শিল্পাকে দেখে মোহিত হয়েছেন নেটিজেনরা।