Janmashtami Special: কৃষ্ণের আরাধনায় টলিউডের রাধারা, পুজোর পাশাপাশি কেমন সাজলেন তাঁরা?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 08, 2023 | 2:34 PM

special occasion style: অন্যদিকে গোপালপ্রিয়া মিঠাইরানি সেজেছেন সাদা-হলুদ-নীল কম্বিনেশনের দারুণ একটি শাড়িতে। সৌমিতৃষা আর 'জয় গোপাল'- একে অপরের পরিপূরক। বিশেষ দিনে গোপালের জন্য আয়োজন তো করেছেনই সেই সঙ্গে তিনি নিজেও সাজলেন একেবারে রাধারানীর রূপে

Janmashtami Special: কৃষ্ণের আরাধনায় টলিউডের রাধারা, পুজোর পাশাপাশি কেমন সাজলেন তাঁরা?
কেমন রাধা সাজলেন তারকারা

Follow Us

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সারাদিন- কৃষ্ণনামে মাতোয়ারা দেশ। দেশের নানা প্রান্তে সাড়ম্বরে পালিত হয়েছে জন্মাষ্টমী। গহস্থ বাড়িতেও সকলে নিজেদের মত করে আয়োজন করেছিলেন কৃষ্ণের জন্মতিথির। বাড়ির গোপাল সকলেরই বড় আদরের। আর তাই তার যত্নে কোনও রকম ত্রুটি রাখেন না কেউ। সকালে থেকে কেক, তালের বড়া, পায়েস, মিষ্টি, পোলাওয়ে জম জমাট আয়োজন। সকাল থেকেই গোপালের পছন্দমতো রান্না করা হয়। গোপালকে সুন্দর করে সাজানো, জামা পরানো, গয়না গাটিতে সাজানো, দুধ-মধু-ঘি-তে অভিষেক অনেক কিছু লেগেই থাকে। এই দিনটা এমনই যে যার নিজের মত করে পালন করেন। না পুজোর সঠিক কোনও নিয়ম নেই, মন থেকে যেভাবে খুশি পুজো করলেই খুশি থাকেন কৃষ্ণ ঠাকুর। শুধু গোপালই সাজেনননা এদিন গোপালের রাধারাও

গোপালের প্রিয় হলুদ, লাল, সবুজ, নীল, সাদা রঙেই সকলে সাজেন। গোপাল নিজেও এই রঙের জামা পরতে বেশ ভালবাসেন। কৃষ্ণ আরাধনায় পিছিয়ে নেই টলি তারকারাও। নিজের বাড়িতে গোপাল ঠাকুরকে সাজিয়ে সেবা করলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। গোপাল আর কৃষ্ণ দুই রয়েছেন সন্দীপ্তার বাড়িতে। নিজের হাতে গাঁদার মালায় কৃষ্ণকে সাজালেন সন্দীপ্তা। সেই সঙ্গে নিজেও সাজলেন হলুদ রঙের শাড়িতে। সাদা রঙের ব্লাউজের সঙ্গে হলুদ শাড়ি আর সোনালী ঝুমকাতে সেজেছেন তিনি। খোঁপায় সেই হলুদ গাঁদার মালা। কৃষ্ণের পছন্দের হলুদ শাড়িতেই সেজেছেন তিনি।

অন্যদিকে গোপালপ্রিয়া মিঠাইরানি সেজেছেন সাদা-হলুদ-নীল কম্বিনেশনের দারুণ একটি শাড়িতে। সৌমিতৃষা আর ‘জয় গোপাল’- একে অপরের পরিপূরক। বিশেষ দিনে গোপালের জন্য আয়োজন তো করেছেনই সেই সঙ্গে তিনি নিজেও সাজলেন একেবারে রাধারানীর রূপে। সুতো দিয়ে এমব্রয়ডারি করা সাদা-হলুদ রঙের শাড়ি সামনে আঁচল করে পরেছেন তিনি। হাতে সোনালি চুড়ি, গলায় হার, কপালে তিলক কেটে, খোঁপায় হলুদ-সাদা ফুল লাগিয়ে একেবারে তৈরি তিনি। এই সুন্দর সাজে দুই নায়িকাকে দেখতেও লাগছে খুব সুন্দর। উৎস, আনন্দ, খাওয়া-দাওয়া এই সবকিছু নিজেদের ভাললাগাকে ঘিরে থাকে। তাই এমন দিনে নিজেকে সুন্দর করে সাজালে দেখতেও লাগে খুব সুন্দর। পুজো, অনুষ্ঠানে আপনিও নিজের মনের মত করেই সাজুন।