‘ওগো কাজল নয়না হরিণী’- হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ‘মন নিয়ে’ সিনেমার এই বিখ্যাত গান এখনও সকলের মুখে ঘোরে-ফেরে। অভিনেত্রী সোহিনী সরকারের সম্প্রতি ছবি দেখলে ঠিক এমনটাই মনে হবে। বরাবরই অন্যরকম ছকভাঙা সাজতে পছন্দ করেন সোহিনী। তাঁর ফ্যাশন, তাঁর স্টাইল বরাবর নজরকাড়া। তার মধ্যে যেমন থাকে আভিজাত্য তেমনই থাকে আধুনিকতার ছোঁয়াও। পাশ্চাত্য পোশাক পছন্দের তালিকায় থাকলেও অধিকাংশ সময় শাড়িতেই দেখা যায় তাঁকে। এছাড়াও বিভিন্ন রকম ক্যাজুয়াল প্যান্ট, টপ, এথনিকেও তাঁকে বেশ দেখা যায়। নিজের শাড়ি লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন সোহিনী। কিছুদিন আগেই সোহিনী তাীঁর ইনস্টাগ্রামে দারুণ কিছু ছবি পোস্ট করেছেন। আর সেই শাড়ির ছবিতে সোহিনীকে দেখে মনে হচ্ছে বইয়ের পাতা থেকে উঠে আসা কোনও চরিত্র।
মেয়েদের রূপ, বেশ ভূষা নিয়ে অনেকরকম ব্যথা রয়েছে বাংলা উপন্যাস, গল্পে। আর সোহিনীও যেন ঠিক তেমন করেই সেজেছেন। আটপৌরে স্টাইলে সরষে রঙা একটি তসর সিল্ক পরেছেন সোহিনী। শাড়িটির আঁচলের কালার কনট্রাস্ট খুবই সুন্দর। আর রং ম্যাচিং করেই খয়েরি রঙের একটি হেভি এমব্রয়ডারির ব্লাউজ পরেছেন তিনি। ডিজাইনার সৌগতর কালেকশন থেকে এই বিশেষ শাড়িটি বেছে নিয়েছেন তিনি। আর এই শাড়িটি সোহিনী পরেছেন বিহারি স্টাইলে। যে কারণে বাকি মেকআপ, গয়নাতেও রয়েছে সেই ছোঁয়া। সোহিনীর শাড়িটি যেমন সাদামাটা তার সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে হ্যান্ড এমব্রয়ডারি করা ডিপ কাটের এই ব্লাউজটি। চোখের কাজল, হাতে স্টোন সেটিং একগুচ্ছ চুড়ি, কানে ঝোলা দুল, চুলের খোঁপা এই প্রতিটি জিনিসই খুব নিখুঁত সোহিনীর সাজের মধ্যে।
নিজের স্কিনটোনের সঙ্গে ম্যাচ করে খুবই সুন্দর সোহিনীর মেকআপ। সবথেকে ভাল হয়েছে তাঁক আই মেকআপ। সাধারণ কাজল -আইশ্যাডো ব্যবহার করেই এত সুন্দর করে চোখটি এঁকেছেন তিনি। এ যেন এক অন্য সোহিনী। টলিউডের বন্ধুরা সোহিনীর এই ছবিতে ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। তাঁর মায়াবী ওই দুই চোখেই যে অনেকে নিজের সর্বনাশ দেখেছেন সে কথাও অবশ্য লিখতে ভোলেননি।