ছোট পর্দায় শুধু জনপ্রিয় ধারাবাহিক হিসেবেই নয়, পর পর কয়েক মাস বেঙ্গল টপার ছিল মিঠাই। মিঠাই সিরিয়ালে নামভূমিকায় দেখা গিয়েছে সৌমিতৃষা কুণ্ডুকে। অনস্ক্রিম মিঠাই আর উচ্ছেবাবুর কেমিস্ট্রি সকলেই চুটিয়ে উপভোগ করেছেন। মিঠাই এর অভিনয় আজও মনে গেঁথে রয়েছে দর্শকের। সিরিয়াল শেষ হতে না হতেই দেবের নায়িকা হয়েছেন সৌমিতৃষা। ‘প্রধান’ ছবিতে মুখ্য চরিত্রেই দেখা যাবে তাঁকে। মিঠাই-সিরিয়ালে যতদিন তিনি অভিনয় করেছেন ততদিন তাঁকে দেখা যেত একেবারে অন্য লুকে। সেই ভাবেই সৌমিতৃষাকে দেখতে অভ্যস্ত সকলে। ইদানিং বেশ বোল্ড লুকেই ধরা দিচ্ছেন দেবের নায়িকা। এবার পুজোয় একেবারে অন্য লুকে সেজেছিলেন মিঠাই রানি। এভাবে তাঁকে যেমন মিষ্টি লাগছিল তেমনই পুরো লুক ছিল আভিজাত্যপূর্ণ।
সিমার শেডের শাড়ি এখন খুবই ফ্যাশনে ইন। তেমনই একটি শাড়ি বেছে নিয়েছেন সৌমিতৃষা। টিস্যু শিফনের এই শাড়িতে তাঁকে দেখতেও লাগছে বেশ সুন্দর। একপ্লিট করেই শাড়িটি পরেছেন মিঠাই। শাড়ির পাড় আঁচসে রয়েছে ভারী সিক্যুইনের কাজ। এছাড়া বডিতে ছোট্ট ছোট্ট চুমকি বসানো। এর সঙ্গে দারুণ একটি ব্লাউজ পরেছেন। স্লিভলেস ব্লাউজের ফাঁকে উঁকি মারছে বক্ষ বিভাজিকা। সব মিলিয়ে বেশ বোল্ড লুকেই দেখা যাচ্ছে তাঁকে। খোলা চুল, খুব সুন্দর করে চোখের মেকআপ করেছেন। মাস্কারা লাগিয়েছেন। ঠোঁটে লাল লিপস্টিক, আঙুলও রাঙিয়েছেন লাল রঙের নেলপলিশে। শাড়ির সঙ্গে ম্যাচ করে গলায়, কানে আর হাতে আমেরিকান ডায়মন্ডের গয়না পরেছেন। সব মিলিয়ে তাঁকে দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও সৌমিতৃষার বোল্ড লুক দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। এমন ভাবে মিঠাইকে তাঁরা দেখতে প্রস্তুত নন, কেন কুরুচিকর ভাবে নিজেকে সবার সামনে প্রেজেন্ট করেছেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।
তবে সৌমির এই লুকের প্রশংসা করেছেন অনেকেই। বিশেষত তাঁর আই মেকআপ। দু চোখের মায়াবী জাদুতেই মুগ্ধ বেশিরভাগ। বাঘাযতীনের প্রিমিয়ারেও দেখা গিয়েছে সৌমিতৃষাকে স্লিভলেস সাদা ব্লাজ আর ফিনফিনে হলুদ রঙের একটি শাড়িতে। ইদানিং নিঠাই নিজের পরিচিত লুক ছেড়ে যে অন্যরকম ভাবে নিজেকে দেখতে চাইছেন তা বলাই বাহুল্য।