
বরাবরই অনুরাগীদের মনে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একটা সময় তাঁর অভিনয়ের থেকেও বেশি কথা হত ব্যক্তিগত জীবন নিয়ে। বর্তমানে ওজন কমিয়ে এক্কেবারে স্লিম অ্যান্ড ট্রিম শ্রাবন্তী। এই কয়েকদিনে তাঁর গ্ল্যামার যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। শ্রাবন্তীর হাতে এখন অনেক কাজ। বর্তমানে এসকে মুভিজের একটি ছবির শ্যুটিংয়ে তিনি এখন লন্ডনে রয়েছেন। বিপরীতে জিতু কমল। কিছুদিন আগেই জিতুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন স্ত্রী নবনীতা। গুঞ্জন ছিল শ্রাবন্তীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার কারণেই নাকি এই বিচ্ছেদ। যদিও নবনীতা পরে একাধিক ভিডিয়োতে জানিয়েছেন এরকম কোনও কারণ নেই। একটা সময় শ্রাবন্তী নিজেও স্বীকার করেছিলেন যে তাঁর কাজ নিয়ে যত না কথা হয় তার থেকে অনেক বেশি কথা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে।
শেষ কয়েক মাস ধরে প্রচুর জিম করেছেন শ্রাবন্তী। সঙ্গে কঠোর ডায়েট তো আছেই। এই জিম আর ডায়েট করেই অনেক ওজন কমিয়ে ফেলেছেন শ্রাবন্তী। শরীরে অতিরিক্ত মেদের যে চিহ্ন ছিল তার অনেকখানিই এখন উধাও। অতিরিক্ত মেদ তিনি ঝরিয়েই ফেলেছেন। আর তাই শ্রাবন্তী এখন অনেক ফ্রেশ। গ্ল্যামার তাঁর ঝরে পড়ছে। বর্তমানে একাধিক ফটোশ্যুটও করছেন তিনি। আর সেই সব ছবি শ্রাবন্তী নিজেই শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি শ্রাবন্তী যে কয়েকটি ছবি শেয়ার করেছেন তা দেখে মোহিত তাঁর ফ্যানেরা।
ডিপ ভি নেকে সাদা রঙের দারুণ একটি ফ্রক পরেছেন শ্রাবন্তী। সঙ্গে চোখ ধাঁধানো ব্ল্যাক পলিশ অক্সিডাইজের গয়না। আর এই সব ছবিতে অসাধারণ লাগছে শ্রাবন্তীকে। খোলা চুলে ওয়েভি টাচ, ডিপ কাটের সাদা ফ্রক, সুন্দর লেসের কাজ, চোকার-নেকলেস সব মিলিয়ে অসাধারণ লাগছে শ্রাবন্তীকে। এমন গয়না আর মেকআপে আসাধারণ লাগছে তাঁকে। শ্রাবন্তীর চোখ দুটো এমনিই সুন্দর। চোখে শুধু কাজল আর লাইনার দিয়ে যে মেকআপ হয়েছে তাতেই তাঁকে ফাটাফাটি লাগছে। হাতের বালা, কানের ঝুমকা, কাকে ছেড়ে কার কথা বলা যায়। সব রকম লুকেই ভারী সুন্দর দেখাচ্ছে তাঁকে। কিয়ারা সেন শ্রাবন্তীর এই লুকের স্টাইলিং করেছেন। মেকআপ করেছেন প্রীতম দাস।
শ্রাবন্তী এই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই প্রথম কমেন্ট উড়ে এসেছে টলিউডের তিন প্রথম সারির নায়িকার থেকে। তাঁকে যে স্ব সুন্দরীর মত লাগছে তা জানাতে ভোলেননি শ্রাবন্তীর সহকর্মীরা। শ্রাবন্তীর এই ছবি কিন্তু মিস নয়। না দেখে থাকলে এখনই দেখুন…