
শ্রাবন্তী এমনই। হাসিখুশি, মিষ্টি স্বভাবের জন্যই তিনি পরিচিত সবার কাছে। সঙ্গে অভিনয় তো আছেই। নিজের একাধিক গুণেই জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। অনেকেই জানেন না অভিনেত্রী ভীষণ ভাল নকলও করতে পারেন। শ্রাবন্তীর কাজ, অভিনয় নিয়ে যত না চর্চা হয় তার থেকে অনেক বেশি চর্চায় থাকে তাঁর ব্যক্তিগত জীবন। আজকাল সেই সব প্রশ্নের উত্তর সযত্নে এড়িয়ে যান তিনি। এপার বাংলা-ওপার বাংলায় সমান জনপ্রিয়তা তাঁর। এমনকী তিনি বাংলাদেশের একটি সিনেমাও করেছেন। কয়েক মাস ধরে শ্রাবন্তী কঠোর পরিশ্রম করছেন। শরীরচর্চা করছেন, জিম করছেন, ডায়েট তো আছেই। আর জিমের সেই রিলস, ভিডিয়ো তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে উচ্ছ্বসিত তাঁর ফ্যামেরাও। শ্রাবন্তীর হাসি সব সময় তাঁর ভক্তদের মন কেড়ে নেয়। এছাড়াও তাঁর শরীরী হিল্লোলে একটা সুন্দর ভাললাগা রয়েছে। তিনি একেবারে রোগা নন আবার একদম মোটাও নন। বরং তাঁর নিজস্ব একটা গড়ন রয়েছে। যা বাঙালি মেয়েদের বৈশিষ্ট্য।
শ্রাবন্তী আজকাল প্রচুর ফটোশ্যুটও করছেন। সেই তালিকায় থাকে এক্সপেরিমেন্টাল শ্যুটিংও। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন নানা রকম পোশাক তিনি সুন্দর ক্যারি করতে পারেন। যদিও ইন্ডিয়ান পোশাকই তাঁর বিশেষ পছন্দের। এই তাতাপোড়া রোদ, ঘামে সকলে যখন ক্লান্ত তখন উজ্জ্বল হলুদ-লাল কম্বিনেশনে একটা সুন্দর সামার ভাইবস এনেছেন তিনি। হলুদ রঙের ফ্লোরাল প্রিন্টের আংরাখা স্টাইলে খুব সুন্দর লং কুর্তা পরেছেন তিনি। সঙ্গে লাল-গোল্ডেনের দারুণ একটি ওড়না নিয়েছেন। ট্র্যাডিশন্যাল এই ভারতীয় পোশাকের সঙ্গে সাযুজ্য রেখেই সেজেছেন তিনি। কপালে ছোট্ট টিপ, কানে ঝুমকো, চুলে বেনী সব মিলিয়ে মিষ্টি দেখাচ্ছে তাঁকে। আর এমন রঙিন পোশাকে যখন ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিলেন তখন তাঁর ওই হাসিতেই যেন জব্দ প্রকৃতি। রোদ আর সবুজের মাঝে দাঁড়িয়ে বর্ষাকেই যেন আহ্বান জানিয়েছেন শুভশ্রী।
কলকাতার একটি ফ্যাশন স্টোর ‘অজিতা’ থেকে। এংদের কালেকশনের পোশাক আগেও পরেছেন অভিনেত্রী। এই গরমে কোনও অনুষ্ঠানে যাওয়ার কথা শুনলে আমরা সাত-পাঁচ ভাবতে বসি। যদি এমন পোশাক থাকে ওয়ার্ড্রোবে তাহলে আর চিন্তাই নেই। সবার নজর থাকবে আপনার দিকেই।