Subhashree Ganguly: মাতৃত্বের আভায় পরিপূর্ণ, সাদা জামদানি আর গয়নায় ঠিক যেন রাজরানি শুভশ্রী

Traditional Fashion: সাদার সঙ্গে লালের কনট্রাস্ট সব সময় ভাল লাগে। আর তাই ডিপ কাটের এই লাল রঙের ব্লাউজে তাঁর সাজে যেমন ট্র্যাডিশন্যাল টাচ আছে তেমনই আছে আধুনিকতার ছোঁয়াও। ঠিক তেমনই সুন্দর শুভশ্রীয় হয়নার ডিজাইনও

Subhashree Ganguly: মাতৃত্বের আভায় পরিপূর্ণ, সাদা জামদানি আর গয়নায় ঠিক যেন রাজরানি শুভশ্রী
শুভশ্রীর সাধ

| Edited By: রেশমী প্রামাণিক

Nov 17, 2023 | 3:14 PM

শুভশ্রীর মাতৃত্বকালান ফ্যাশনে মুগ্ধ সকলেই। প্রথম সন্তান ইউভানের জন্মের সময় লকডাউন ছ্ব। সেই ময়টা তাঁকে গৃহবন্দি হয়েই কাটাতে হয়েছিল। বাড়ির বাইরে বেরনোর কোনও সুযোগ ছিল না। তবুও সেই সময় তাঁর সাজ-পোশাক সবই নজর কেড়েছিল নেটিজেনদের। কিছুদিন আগে যখন তাঁরা দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করেছিলেন তখনও সকলে মুখিয়ে ছিলেন শুভশ্রীর ফ্যাশন দেখবার জন্য। টলিউডের ফ্যাশনিস্তাদের মঘ্যে বরাবর প্রথমের দিকে থাকেন শুভশ্রী। যে সব পোশাক তিনি পরেন প্রতিটিই নজরকাড়া। সঙ্গে তাঁর মেকআপও থাকে খুব সাধারণ। ইন্ডিয়ান-ওয়েস্টার্ন সব রকম পোশাকেই তাঁকে লাগে খুব সুন্দর। শুভশ্রীর এবারের প্রেগন্যান্সির জার্নি অন্যরকম। নিজে চুটিয়ে কাজ করছেন, ফটোশ্যুট করছেন এমনকী কাজের জন্য উড়ে গিয়েছেন মুম্বইতেও। কিছুদিন আগেই রিয়্যালিটি শো-এর মঞ্চে তাঁর সাধভক্ষণের অনুষ্ঠান হয়

সাত মাসের সাধে শাড়ি নয় ফ্লোরাল প্রিন্টের সরু স্ট্রিপের কুর্তা আর শাঁখা-পলায় সেজেছিলেন তিনি। এবার পাত সাজিয়ে শুভশ্রীকে ৯ মাসের সাধ খাওয়ালেন রাজ চক্রবর্তীর দিদি ও ভাগ্নি। এবার শুভশ্রীকে দেখা গেল একেবারে সাবেকি সাজে। লাল স্লিভলেস ব্লাউজ দিয়ে পরলেন সাদা রঙের একটি ঢাকাই। সঙ্গে ভীষণ সুন্দর সোনার গয়না। গলার হার, কানপাশা, আংটি, মাথায় সিঁদুর আর টিপে খুব সুন্দর দেখতে লাগছে তাঁকে। এছাড়াও হাতে রয়েছে শাঁখা-পলা। এই রকম সাজ-পোশাকে ভীষণ স্নিগ্ধ লাগছে তাঁকে। টলিউডের প্রচুর সহকর্মী তাঁর এই ছবি পোস্ট করার পর শুভেচ্ছা জানিয়েছেন। আর শুভশ্রীকে যে একেবারে মা লক্ষ্মীর মত লাগছে তা জানাতেও তাঁরা ভোলেননি।

সাদার সঙ্গে লালের কনট্রাস্ট সব সময় ভাল লাগে। আর তাই ডিপ কাটের এই লাল রঙের ব্লাউজে তাঁর সাজে যেমন ট্র্যাডিশন্যাল টাচ আছে তেমনই আছে আধুনিকতার ছোঁয়াও। ঠিক তেমনই সুন্দর শুভশ্রীয় হয়নার ডিজাইনও। সাবেকি সাজ দেখতে সব সময় ভাল লাগে। শুভশ্রী যেভাবে নিজেকে সাজালেন তাতে আরও একবার তিনি প্রমাণ করে দিলেন যে সত্যি অর্থেই তিনি ফ্যাশনিস্তা। এছাড়াও গাউনে একাধিক মেটারনিটি ফটোশ্যুট করেছেন তিনি। এই প্রতিটি সাজে তাঁকে লাগছে খুবই সুন্দর। এই পুরো সাজটি সম্পন্ন করেছে সিঁদুরের ছোঁয়া আর টিপ। এমন সাবেকি সাজে যে কোনও অনুষ্ঠানে সাজতে পারেন আপনিও।