Subhashree Ganguly: মধ্যিখানে বছর তিন পার, প্রেগন্যান্সি ফ্যাশন আর ফিটনেসে নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভশ্রী

Pregnancy Style: প্রেগন্যান্সিতে ওজন বেড়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। তবে এবার শুভশ্রীর ওজন একেবারেই বাড়েনি। বেবিবাম্প এখন কিছুটা স্পষ্ট হলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি মা হতে চলেছেন। ছেলে ইউভানের জন্মের সময় লকডাউন চলছিল আর সেই সময়ে তিনি বাড়ির বাইরে বিশেষ বেরোতেও পারেননি

Subhashree Ganguly: মধ্যিখানে বছর তিন পার, প্রেগন্যান্সি ফ্যাশন আর ফিটনেসে নিজেকেই চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভশ্রী
হট অ্যান্ড বোল্ড মাম্মা শুভশ্রী

| Edited By: রেশমী প্রামাণিক

Sep 11, 2023 | 6:51 PM

জুন মাসেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। বড় দাদা হচ্ছে ইউভান। প্রথম এই খবরটি শোনার পর অনেকেই একটু অবাক হয়েছিলেন। কেরিয়ারের মধ্যগগনে থেকে হঠাৎ করে দ্বিতীয়বার মাতৃত্বের সিদ্ধান্ত- এরপর অবশ্য রাজ খোলসা করে জানিয়েছিলেন যে, দ্বিতীয় সন্তানের পরিকল্পনা তাঁদের আগে থেকেই ছিল। ইউভানের তিন বছর বয়স হলেই তাঁরা ছেলের জন্য খেলার সঙ্গী আনবেন-এমন ভাবনা ছিলই। ডিসেম্বর মাসে সদস্য সংখ্যা বাড়ছে চক্রবর্তী পরিবারে। শুভশ্রী একসঙ্গে অনেক কাজ করেন। ছেলেকে সময় দেন, সংসার সামলান, আবার নিজের কাজ, অভিনয়, প্রযোজনা সংস্থার কাজ সবই চলছে সমান তালে। গর্ভবতী অবস্থাতেও থেমে নেই তাঁর কাজ। কিছুদিন আগে পর্যন্তও তিনি রিয়্যালিটি শোয়ের শ্যুটিং এ ব্যস্ত ছিলেন। এছাড়াও নিজের জন্য ফটোশ্যুট তো আছেই।

নিজের ফ্যাশন এবং অভিনয়ে আগের থেকে অনেক বেশি শানিত শুভশ্রী। শুভশ্রীর প্রতিটি স্টাইল চোখে পড়ার মত। তাঁর বাছাই করা পোশাক, রং আর সাজগোজের মধ্যে আলাদা একটা অভিজাত্য রয়েছে। ছেলে ইউভানের জন্মের পর তাঁর ওজন বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। নিজের চেষ্টাতেই সেই ওজন তিনি কমিয়ে ফিরে গিয়েছেন আগের শেপে। শুভশ্রী এখন সুপার মডেল। ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন সব রকম লুকেই দেখা যায় তাঁকে। দ্বিতীয় বার মাতৃত্বে শুভশ্রী যেন আরও অনেক বেশি পরিণত। নিজের কাজ করছেন, ফিট থাকতে নিয়মিত জিমও করছেন। সেই জিমের কিছু মুহূর্তের ছবি তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। সঙ্গেও এরকমও লিখেছেন যে- গর্ভবতী অবস্থায় যদি চিকিৎসক অনুমতি দেন তাহলে অবশ্যই শরীরচর্চা করুন।

প্রেগন্যান্সিতে ওজন বেড়ে যাওয়া খুব স্বাভাবিক ঘটনা। তবে এবার শুভশ্রীর ওজন একেবারেই বাড়েনি। বেবিবাম্প এখন কিছুটা স্পষ্ট হলেও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি মা হতে চলেছেন। ছেলে ইউভানের জন্মের সময় লকডাউন চলছিল আর সেই সময়ে তিনি বাড়ির বাইরে বিশেষ বেরোতেও পারেননি। এবার অবশ্য তাঁর জার্নি অন্যরকম। গত বছরও মেটারনিটি ফ্যাশনে তিনি ধামাল করে দিয়েছিলেন। আর এবার প্রতি শ্যুটে শুভশ্রী অনেক বেশি বোল্ড, নিজেকে নিয়ে অনেক বেশি ফোকাসডও। ওয়েস্টার্ন আউটফিটে বেশ কয়েকটি ছবি তুলেছেন তিনি। ডিজাইনার শুভশ্রীর কালেকশন থেকে মিনি ব়্যাপ স্কার্ট, ট্যাঙ্ক টপ আর ব্লেজারে দারুণ একটি লুক দিয়েছেন। গলায় স্টেটমেন্ট চেন আর ঢেউখেলানো চুলে শুভশ্রীর থেকে চোখ সরানো যাচ্ছে না। প্রেগন্যান্সি গ্লো তো আছেই সেই সঙ্গে স্মার্ট ফ্যাশনে বোল্ড অ্যান্ড হট লুকে ইউভানের মা।