Summer Fashion: সারার পছন্দের বিকিনিতে সাজতে চান সৈকতে, পকেট থেকে খসতে পারে কত হাজার

Sara Ali Khan- বোল্ড লুকে সারা যদি আপনার পছন্দের স্টার হয়ে থাকে, তবে তার কালেকশনের এক সৈতক কাঁপানো পোশাক আপনি সংগ্রহে রাখতেি পারেন, তবে দাম হইতে সাবধান।

Summer Fashion: সারার পছন্দের বিকিনিতে সাজতে চান সৈকতে, পকেট থেকে খসতে পারে কত হাজার

| Edited By: জয়িতা চন্দ্র

Mar 12, 2022 | 6:00 PM

সদ্য বিয়ের মরশুম গিয়েছে, কেউ হানিমুন প্ল্যানিং-এ ব্যস্ত, কেউ আবার সমুদ্র সৈকতে গরম পড়ার আগেই এবার ঘুরে আসার প্ল্যানিং করছেন। এমন সময় নিজেকে একটু স্পেশ্যাল টার্চ দিতে ভাবছেন কালেকশনে রাখবেন একটি সুন্দর বিকিনি সেট, প্রিন্টেড লুকে পার্ফেক্ট ফ্রেমে ঝড় তুলতে সাজেশন নিতেই পারেন আপনি সারা আলি খাবের থেকে। বরাবরই সারার পছন্দের ডেস্টিনেশন হল মলদ্বীপ। মাঝে মধ্যেই সে পাড়ি দিয়ে থাকে সেখানে।

কখনও পরিবার, কখনও আবার বন্ধুদের সঙ্গে, সেখান থেকেই একের পর এক ফ্রেমে নয়া লুকে ধরা দেন তিনি। যার ফলে সারার কালেকশনে বিকিনি কালেকশন যে নেহাতই কম নয় তা বলাই বাহুল্য। তবে সব ধরনের বিকিনিতে যদি আপনি স্বাচ্ছন্দ বোধ নাও করে থাকেন, সারার এই পোশাকটি কিন্তু আপনার নজরে আসতেই পারে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টি দিয়েই রাতারাতি ভাইরাল হয়েছিলেন তিনি। অথচ সেটটি বেশ পছন্দ হতেই পারে।

সামার কালেকশনে এই এই পোশাকটি যদি আপনার কালেকশনে রাখতে চান, তবে পকেটে বেশ খানিকটা চাপ পড়তে পারে। কারণ সারার পছন্দের এই বিকিনির দাম প্রায় ৫৩ হাজার টাকা। সারার কালেকশনে এই পোশাকটি যুক্ত হওয়ার পরই তার বাজার চাহিদা তুঙ্গে। এটি ছাড়াও সারার কালেকশনে বেশ কয়েকটি পোশাক রয়েছে, যা এক কথায় বলতে গেলে সকলের নজরে আসে। ২৬ বছরের সারার স্টাইল স্টেটমেন্টে নিয়ে ভক্তমহেলর কোনও সন্দেহ নেই। প্রতিটা ক্ষেত্রে সারার পোশাক নির্বাচন প্রশংসিত হয় ভক্তমহলে। একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। শেষ মুক্তি পাওয়া ছবি আতরঙ্গী রে। আর সেই সেলেবের ওয়াড্রোবে যদি নজর রেখে নিজেকে সাজিয়ে তোলা যায়, তবে বলাই বাহুল্য আপনিই ট্রেন্টে, তবে খরচের প্রসঙ্গে সমস্যা দেখা দিতেই পারে।

আরও পড়ুন- Soft Skin In Summer: গ্রীষ্মের দিনেও ত্বক থাকুক নরম তুলতুলে ও উজ্জ্বল! মেনে চলুন এই ৫ জরুরি টিপস