বিদেশে গেলে সাধারণত পশ্চিমী পোশাকেই স্বাচ্ছন্দ্য থাকানে সেলেব্রিটিরা।বোন শাগুনের সঙ্গে আপাতত মস্কোতে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন থাপ্পড় সিনেমার অভিনেত্রী তাপসী পান্নু। করোনার জেরে বহুদিন ঘরবন্দি থাকার পর প্রাণ খুলে শ্বাস নিতে এখন বিদেশে ভ্যাকেশন মুডে রয়েছেন তাপসী। সোশ্যাল মিডিয়ায় ছুটি কাটানোর বিশেষ মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে শেয়ারও করছেন তিনি। সম্প্রতি যে সব ছবি তিনি পোস্ট করছেন, তাতে অনেকেই ভ্রু কুঁচকেছেন। তার কারণ হল, তাপসী ছুটি কাটাচ্ছেন নিখাদ ভারতীয় ফ্যাশানকে আগলে ধরে! এমনটাও হয় কি। কারণ, বিদেশ ভ্রমণে যাওয়া অধিকাংশ সেলেবরা নামী-দামী কোম্পানির পশ্চিমী পোশাক পরতে বেশি পছন্দ করেন। সেখানে তাপসী একেবারে অন্য রাস্তা অবলম্বন করেছেন। সুতির, সিল্কের শাড়ি আর স্নিকার্সেই মস্কো ভ্রমণ করছেন তিনি!
কখনও ইন্ডিগো হ্যান্ডপ্রিন্টেড শাড়ি, সঙ্গে হলুদ রঙের ব্লক প্রিন্টেড ব্লাউজ আর পায়ে স্নিকার্স পড়ে চক্কর দিচ্ছেন তিনি। মেকআপ! সেলেব্রিটি নয়, খাঁটি ভারতীয় স্টাইলেই বিদেশের অলি-গলি ঘুরে দেখেছেন তিনি। সঙ্গী বলতে একটি স্লিংগ ব্যাগ। হেয়ারস্টাইলেও কোনও অভিনবত্ব নেই, কখনও খোলা চুলে, কখনও বা বান হেয়ার স্টাইলেও নজর কেড়েছেন তিনি।
আরও পড়ুন: কিয়ারা থেকে দীপিকা, সেলেব্রিটিদের প্রথম পছন্দ থাই-হাই বুট!
ফ্যাশান দুনিয়ায় বর্তমানে সিম্পলিসিটি বেশি গুরুত্ব পাচ্ছে। নো মেকআপ, সাধারণ ভারতীয় আউটফিট, পায়ে স্নিকার্স কিংবা সাধারণ স্যান্ডেল। বোন শাগুন পশ্চিমী পোশাককে আপন করলেও তাপসী পুরো ভ্যাকেসনেই শাড়িকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন।