জিন্সের প্যান্ট পরলে এই ভুলগুলি কখনওই করবেন না

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 21, 2021 | 9:58 PM

আজও জিন্সের প্যান্ট পরার সময় কিছু ভুল করেন মানুষ। সেগুলি এড়িয়ে চললে স্টাইল বাজায় থাকে, ফঁ পা কম হয়।

জিন্সের প্যান্ট পরলে এই ভুলগুলি কখনওই করবেন না
প্রতীকী ছবি

Follow Us

কর্মঠ শ্রমিক শ্রেণীর মানুষদের জন্য তৈরি হয়েছিল জিন্সের প্যান্ট। ক্রমে সেটি হয়ে যায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পোশাক। অনেক ধরনের জিন্সের প্যান্টে বাজার ছেয়ে গিয়েছে। সময়ে সময়ে পালটেছে ট্রেন্ড। কিন্তু আজও জিন্সের প্যান্ট পরার সময় কিছু ভুল করেন মানুষ। সেগুলি এড়িয়ে চললে স্টাইল বাজায় থাকে, ফঁ পা কম হয়।

১. স্যান্ডেলের সঙ্গে বুট কাট জিন্স পরবেন না। উচ্চতা কম হলে এই কাটের জিন্স না পরাই ভাল। লম্বা শরীরের জন্য এটি আদর্শ।

২. কালো জিন্সের সঙ্গে বাদামি রঙের বেল্ট ভীষণই বেমানান। যদি পরেও থাকেন সেটা যেন টপ দিয়ে ঢাকা থাকে।

৩. স্ট্রেচেবল জিন্সের প্যান্টের সঙ্গে মানানসই টপ পরা জরুরি। না হলে দেখতে ভাল লাগে না। টাইট জিন্সের সঙ্গে টাইট টপ পরবেন না।

৪. শরীরের অনুপাত বুঝে জিন্স বেছে নিন। খুব বেশি টাইট জিন্সে শরীরের ক্ষতি হয়, রক্ত চলাচলে সমস্যা দেখা দেয়। পরবর্তীকালে নার্ভের অসুখ হতে পারে। দেখতেও ভাল লাগে না। জিন্স পরুন সঠিক সাইজের।

৫. ছেঁড়া জিন্সের এখন খুব চল। কিন্তু অতিরিক্ত ছেঁড়া জিন্স দেখতে ভাল লাগে না।

৬. জিন্সের সঙ্গে কী ধরনের অ্যাক্সেসরিজ় পরছেন সেটাও গুরুত্বপূর্ণ। সোনার চুরি পরবে না। ভারী সোনার গয়না পরবেন না। হালকা গয়না, হালকা মেকআপই মানানসই।

আরও পড়়ুনছবিতে দেখুন; বিন্দি নাকি সৌন্দর্যের চাবিকাঠি, ট্রাই করুন এই ৭টি বিন্দি

Next Article