এই পোশাকে কখনওই যাবেন না অফিস, ভাবমূর্তি খারাপ হবে!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 22, 2021 | 5:35 PM

ফর্মাল পোশাক পরুন। অফিসের নির্দিষ্ট কোনও ড্রেস কোড থাকলে সেই মতো পোশাক পরুন। পোশাকের রং বাছাইয়ের বিষয়টি লক্ষ্য রাখুন। কালার কনট্রাস্ট করুন। মিটিং থাকলে কখনওই সাদা বাদে অন্য রং পরবেন না।

এই পোশাকে কখনওই যাবেন না অফিস, ভাবমূর্তি খারাপ হবে!
প্রতীকী ছবি

Follow Us

অফিস এমন এক জায়গা, যেখানে বাহ্যিক প্রেজেন্টেশন মূল্য অনেকটাই। কর্মদক্ষতার পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাজপোশাকও। তাই যেকোনও পোশাক পরে অফিসে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। অনেকে বুঝতে পারেন না ঠিক কীভাবে পোশাক পরা উচিত।

১. কখনও কোঁচকানো পোশাক পরে অফিসে যাবেন না। সবসময় আয়রন করা পোশাক পরুন। কোঁচকানো পোশাকে ইমেজ খারাপ হয়ে যায়।

২. শরীর দেখা যায় এমন পোশাক পরবেন না। কাজের জায়গা ফ্যাশন করার জন্য নয়। কর্মক্ষেত্রে ক্লিভেজ দেখানো জামা, ছোট স্কার্ট কিংবা খুব আঁটসাঁট পোশাক পরবেন না। আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারে।

৩. ফর্মাল পোশাক পরুন। অফিসের নির্দিষ্ট কোনও ড্রেস কোড থাকলে সেই মতো পোশাক পরুন। পোশাকের রং বাছাইয়ের বিষয়টি লক্ষ্য রাখুন। কালার কনট্রাস্ট করুন। মিটিং থাকলে কখনওই সাদা বাদে অন্য রং পরবেন না।

৪. ছেঁড়া জামা পরে অফিসে না যাওয়াই ভালো। ড্রয়েরে একটা বাড়তি জামা রেখে দিন সবসময়। কোনও বিপদে চট করে জামা বের করে পরে নিন।

৫. কটাক্ষ বা অশালীন কিছু লেখা আছে, এমন শার্ট কিংবা টি’শার্ট পরবেন না। অনেকেই না বুঝে এমন পোশাক পরে চলে আসেন।

৬. পার্টি বা বিয়ে বাড়ির সাজে অফিসে চলে আসবেন না। অফিস থেকে কোথাও যাওয়ার হলে পার্টিওয়্যার সঙ্গে ক্যারি করুন।

৭. অফিস চড়া মেকআপ করার জায়গা নয়। তাই অল্প মেকআপ করুন।

৮. এমন পোশাক কখনওই পরবেন না যেটা পরে আপনার অস্বস্তি বোধ হবে।

৯. অফিসে অতিরিক্ত পারফিউম মেখে আসবেন না। কর্মক্ষেত্রে প্রেজেন্টেবল থাকুন। হেয়ারস্টাইল করবেন সাধারণ। গয়নাও পরবেন সামান্য।

আরও পড়ুনজিন্সের প্যান্ট পরলে এই ভুলগুলি কখনওই করবেন না

Next Article