Korean Dresses For Women: কোরিয়ান সিরিজে তো মজেছেন, ফ্যাশানের এই ৫ ট্রেন্ড মেনে চলছেন কি?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 16, 2023 | 11:24 AM

Fashion Tips: ফ্লোরাল সানড্রেস, প্লেইড স্কার্ট, ওভার সাইজড সোয়েটার, ক্রপ সোয়েটশার্ট এই মুহূর্তে বেশ ট্রেন্ডিং ফ্যাশানে

Korean Dresses For Women: কোরিয়ান সিরিজে তো মজেছেন, ফ্যাশানের এই ৫ ট্রেন্ড মেনে চলছেন কি?
কেমন ফ্যাশান আপনি মানবেন

Follow Us

ফ্যাশানের ট্রেন্ডে প্যারিসকে এখনও পর্যন্ত টেক্কা দিতে কেউ পারেনি। তবে দক্ষিণ কোরিয়ার সিউল এখন রাতিমতো প্যারিস হয়ে উঠেছে। এশিয়ার বৃহত্তম অঞ্চলে ছড়িয়ে পড়ছে সিউলদের ফ্যাশান। ইদানিং কোরিয়ান সিরিজের জনপ্রিয়তা বেড়েছে। অধিকাংশই মজে এই সব সিরিজে। সেই সঙ্গে কোরিয়ানদের ফ্যাশান সেন্সও দেখবার মতো। পোশাক নির্বাচন থেকে রুচি- সবেতেই প্যারিসের ছাপ যেন স্পষ্ট। আর তাই হালে যে কারণে জনপ্রিয় হয়েছে কোরিয়ানদের ফ্যাশান। এছাড়াও কোরিয়ানদের সংস্কৃতিও খুব সমৃদ্ধ। আর তার প্রভাব রয়েছে তাদের ফ্যাশানেও। কোরিয়ান সঙ্গীত, নাটক সেখানকার জনজাতির জীবনের উপর প্রভাব ফেলে। কোরিয়ান খাবার আর কোরিয়ান ফ্যাশান এখন রয়েছে ইন্টারনেটে ট্রেন্ডিংয়ে। যে কারণে অনেকেই এখন কোরিয়ানদের ফ্যাশান আর স্টাইল অনুকরণ করছেন।  ইন্টারনেটে বিভিন্ন বিপণনী সাইটেও রয়েছে তার প্রতিফলন।

ফ্লোরাল সানড্রেস, প্লেইড স্কার্ট, ওভার সাইজড সোয়েটার, ক্রপ সোয়েটশার্ট এই মুহূর্তে বেশ ট্রেন্ডিং ফ্যাশানে। আর এই পোশাকগুলির জনপ্রিয়তা এখন বিশ্বজুড়েই। নতুন বছরে তাই এই সমস্ত পোশাকে ফ্যাশান করতে পারেন আপনিও। দেখে নিন কোন কোন পোশাক রাখতে পারেন সেই তালিকায়।

ফ্লোরাল সানড্রেস- বেশ কয়েক বছর ধরেই ফ্যাশানে হিট ফ্লোরাল। বিশেষত ফ্লোরাল প্রিন্টের জামা এখন খুবই চলছে। সমুদ্রের ধারে এমন পোশাকে দেখতে বেশ লাগে। সব বয়সের মানুষকেই মানায় এই ফ্লোরাল প্রিন্ট। ফ্লোরাল প্রিন্টের ড্রেস তাই রাখুন আপনার ওয়ার্ড্রোবেও। হালকা রঙেই ফ্লোরাল প্রিন্ট সবচাইতে ভাল খোলে।

ওভারসাইজড সোয়েটার- এই সোয়েটারও শেষ এক বছর ধরে ফ্যাশানে ইন। ওভারসাইজড সোয়েটারের সঙ্গে হাফ প্যান্ট বা শর্টস খুবই চলছে। এর সঙ্গে মাথায় একটা টুপি আর পায়ে স্নিকার্স থাকলেই সাজ কমপ্লিট। এই পোশাকে দেখতেও লাগে খুব ভাল। এই ওভারসাইজড সোয়েটারের সঙ্গে বেশ দেখতে লাগে প্লেইড স্কার্ট। চুলে চাইলে বিনুনিও করে নিতে পারেন।

হাই ওয়েস্ট ট্রাউজার্স-  হাই ওয়েস্ট ট্রাউজার্সের সঙ্গে ক্রপ টপ দেখতে খুব ভাল লাগে। ইদানিং কালে টলিউড আর বলিউড স্টারেরাও এই ফ্যাশান মেনে চলছেন। সম্প্রতি প্যারিসে মিমিকেও দেখা গেল এই লুকে। হাই ওয়েস্ট ট্রাউজার্সের সঙ্গে কালো রঙের ক্রপ টপ পরেছেন মিমি। আর এতেই তাঁকে লাগছে ফ্যাশনিস্তা।

ক্রপ টপ- ক্রপ সোয়েটটপ এখন ভীষণ ভাবে ফ্যাশানে ইন। শীতের দিনে এই লুকে অনেকেই মজেছেন। কো-অর্ড সেটের সঙ্গেও এই সোয়েট ক্রপ টপ দেখতে বেশ লাগে। পাহাড়ে কোথাও বেড়াতে গেলে এমন ফ্যাশান করতে পারেন আপনিও।

প্যাস্টেল কো-অর্ড সেট- প্যাস্টেলল রং বেশ কয়েক বছর ধরেই ফ্যাশানে ইন। কো-অর্ড সেট শেষ এক বছর খুব চলছে। বিশেষত এয়ারপোর্ট লুকে অধিকাংশকেই দেখা যায় এই লুকে। কো-অর্ড সেটের ধারণা এসেছে এই কোরিয়া থেকেই। কোরিয়াতে এই পোশাক খুবই জনপ্রিয়।

Next Article