আলমারি ভরা যতই শাড়ি থাক না কেন, শাড়ি কেনায় কোনও খামতি নেই। মেয়েদের কাছে শাড়ি হল একটা Emotion। প্রতিটা শাড়ির সঙ্গে থাকে একটা করে গল্প। শাড়ি যেমনই হোক না কেন, অধিকাংশই যত্নে আগলে রাখেন শাড়িকে। সময় চলে যায় তবু শাড়িতে জড়িয়ে থেকে যায় কত স্মৃতি। যেমন বিয়ের বেনারসি, কোনও বিশেষ মানুষের দেওয়া প্রথম শাড়ি। সরস্বতী পুজো বা কলেজে পরে যাওয়া প্রথম শাড়ি বরাবরই সব মেয়েদের কাছে স্পেশ্যাল। আলমারিতে যতই গরদ, সিল্ক, তসর থাক না কেন অষ্টমীর অঞ্জলির জন্য সব মেয়েরাই একটা করে শাড়ি কেনেন। আজকাল শাড়িরও আর কোনও জেন্ডার হয় না। অনেক পুরুষও তাঁদের মত করে শাড়ি পরছেন। এবং তাঁদের সেই শাড়ি নিয়ে মেয়েদের মধ্যে কোনও PNPC-নেই, বরং সাদরে সবাই তা গ্রহণ করছেন।
প্রতি বছর পুজো মানেই বাজারে নতুন নতুন শাড়ি। কোনও একবার বাহা শাড়ি তো কোনও বার পাখি সালোয়ার। সিরিয়ালের পছন্দের নায়িকাদের শাড়ি-ব্লাউজ প্রতিবছর ঘুরে ফিরে আসে ফ্যাশানে। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রতি বছর পুজোকে ঘিরে বাঙালির ফ্যাশানে আসে একটা বড় পরিবর্তন। ট্র্যাডিশন্যাল সিল্ক, জামদানি, তসর, খাদি, কাতান এসব তো আছেই। সঙ্গে প্রতি বছর ট্রেন্ডে থাকে আরও কিছু শাড়িও। আজকাল হ্যান্ডলুম শাড়ির চল বেড়েছে। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই শাড়িতে সমান স্বচ্ছন্দ্য। কেউ কেনেন পুজো স্পেশ্যাল বেনারসি, কেউ বালুচরি। এছাড়াও ক্রেপ, জর্জেট, ভারী এমব্রয়ডারি, সিক্যুইনের কাজ করা শাড়ি সুতোর কাজ, অরগ্যাঞ্জা এসব তো আছেই। জন্মাষ্টমী চলে যাওয়া মানেই পুজোর ঢাকে কাঠি। শুরো পুজোর কাউন্টডাউন। চারিদিকে এখন চলছে সেল। পুজোর শপিংও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর তাই শাড়ি দোকানে যাওয়ার আগে জেনে নিন এবারের ট্রেন্ডে কী কী শাড়ি রয়েছে।
অরগ্যাঞ্জা- গত বছর ধরেই ফ্যাশানে ইন এই ফ্লোরাল প্রিন্টের অরগ্যাঞ্জা। এই বছরও তুঙ্গে রয়েছে তার চাহিদা। ফ্লুরোসেন্ট থেকে শুরু করে প্যাস্টেল, নানা শেডের অরগ্যাঞ্জা এখন ইন ফ্যাশানে। এমনকী বাজার দখল করে রেখেছে অরগ্যাঞ্জা ব্লাউজও। যে কোনও বয়সেই মানানসই এই শাড়ি।
লেহেরিয়া প্যার্টান- মূলত রাজস্থানের প্রিন্ট। ভারী সিন্থেটিকের উপরই এই শাড়ি বেশি দেখা যায়। পার্টি ওয়্যার হিসেবেই বেশি ভাল লাগে। বাজার জুড়ে এই শাড়ির চাহিদাও রয়েছে তুঙ্গে।
ডাবল টোন সুতো- ডাবল টোন সুতো বা দুই রঙা শাড়িও ইন এবছর। বিশেষত নানা সিল্কে এর চাহিদা বেশি। এর মধ্যে তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে কাতা, মঙ্গলগিরি ইত্যাদি।
প্যাস্টেল শেড- বেশ কয়েক বছর ধরে চাহিদা বেড়েছে এই শেডের। এবছরও তার ব্যতিক্রম নয়। লেহেঙ্গা থেকে শাড়ি সবেতেই ইন এই প্যাস্টেল শেড। এছাড়াও বিয়েতে অনেকে বেছে নিচ্ছেন বিশেষ এই শেডস।
কনসেপ্ট শাড়ি- আজকাল অনেকেই নিজের মত করে শাড়ি ডিজাইন করে নিচ্ছেন। পুজোতে সকলেই চান ভিড়ের মধ্যে নজর কাড়তে। সবাই চান তাঁকেই যেন দেখতে সবচাইতে বেশি সুন্দর লাগে। যেখান থেকে বেড়েছে ইউনিক শাড়ি ব্লাউজের প্রতি ঝোঁক।