পাড়ার মোড়ে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। কুমুরটুলিতেও চলছে ব্যস্ততা। যদিও বৃষ্টির ভ্রুকুটিতে মাঝেমধ্যেই সেই কাজে বাধা পড়ছে। অনলাইন আর দোকান জুড়ে চলছে সেল। ১৫ অগস্ট পেরোলেই একটা উৎসবের আমেজ চলে আসে আকাশে-বাতাসে। পর পর এখন অনেক পার্বণ। ঝুলন, রাখি, জন্মাষ্টমী, গণেশপুজো আর তারপরই দুর্গাপুজো। এর মাঝে জন্মদিন বা বিশেষ অনুষ্ঠানতো থাকছেই। রাখিও এখন বেশ জাঁক জমকের সঙ্গে পালন করা হয়। ভাই-বোন বা বন্ধুদেরকে রাখী পরানোর পর বিভিন্ন উপহার দেওয়া-নেওয়ার পালা চলে। মাসের শেষে রাখী, তার উপর পরের মাসে পুজো। ফলে বাজেট নিয়ে একটা টানাটানি তো থাকেই। আর তাই আজ রইল কলকাতার সেরা ৫ শপিং মার্কেটের হদিশ।
গড়িয়াহাট- শপিং এর স্বর্গরাজ্য হল গড়িয়াহাট। কী না পাওয়া যায় এখানে। জামা, জুতো থেকে শুরু করে কাপ-প্লেট সব কিছুই পাওয়া যায় গড়িয়াহাটে। পোশাকের সঙ্গে পছন্দসই ব্যাগ, গয়না সবই পেয়ে যাবেন এখানে। এছাড়াও ডিজাইনার ব্লাউজের খুব ভাল কালেকশনও রয়েছে এই মার্কেটে। এক ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে এই গড়িয়াহাটে।
বি কে মার্কেট- মূলত ব্যাংকক আর কোরিয়া থেকে লেটেস্ট ট্রেন্ডি পোশাক আমদানি হয় এই মার্কেটে। ফ্যাশনিস্তাদের কাছে খুবই জনপ্রিয় এই মার্কেট। বিশেষত কলেক পড়ুয়াদের আনাগোনা এই মার্কেটে লেগেই থাকে। যাঁরা সস্তায় সুন্দর ফ্যাশনেবল পোশাক পরতে চান তাঁরা একবার অবশ্যই ঘুরে যান এই মার্কেট থেকে। অনলাইনের থেকে সস্তায় জিনিস পাবেন। ব্যাগ-জুতো, ড্রেস খুব ভাল পাবেন এখানে।
এসি মার্কেট- সুন্দর ব্যাগ, মোবাইল কভারের জন্য একবার অবশ্যই ঘুরে আসুন এসি মার্কেট থেকে। দাম যেমন কম তেমনই প্রতিটি জিনিসই পছন্দসই। বেড়াতে যাওয়ার আগে সুন্দর ট্রাভেল ব্যাগ, ট্রলি কিনতে হলে একবার অবশ্যই আসুন। এছাড়াও সুন্দর সুন্দর চকোলেট পাবেন এখানে।
নিউ মার্কেট- সারা পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সবই পেয়ে যাবেন এই নিউ মার্কেটে আসলে। জামা, জুতো ব্যাগ, সানগ্লাস, বাড়ি সাজানোর জিনিস পছন্দসই সবই কিনে নিতে পারবেন এখান থেকে। জাঙ্ক জুয়েলারির বিশাল কালেকশনও রয়েছে এখানে। একবার দেখলে পছন্দ হবেই। নিউ মার্কেট থেকে বেকিং এর জিনিস, বিভিন্ন মশলাপাতি এসব কিনতে যেন ভুলবেন না।
মেট্রো প্লাজা- হলফ করে বলা যায় এখানে ব্যাগ, জুতো এত রকম আর এত পছন্দসই পাবেন যে কলকাতার আর কোথাও এমন পাবেন না। এমনকী অনলাইনেও নয়। এখানে যে জুতো আর ব্যাগ পাওয়া যায় তার দাম যেমন সস্তা তেমন মানও ভাল। তাই পুজোর আগে এই সব মার্কেট থেকে একবার ঘুরে আসতে ভুলবেন না।