
মুক্তি পেতে চলেছে মণিরত্নমের ম্যাগনাম ওপাস পন্নিয়িন সেলভান ১। ট্রেলার প্রকাশ পেতেই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে চরম উন্মাদনা। পিএস১-এ রয়েছে তারকার ছড়াছড়ি। সম্প্রতি ছবির প্রমোশনে হায়দরাবাদে উপস্থিত হয়েছিলেন ছবির তারকারা। সেখানেই ছবির অন্যতম অভিনেত্রী তৃষা কৃষ্ণন হাজির হতেই মিডিয়া এবং দর্শকের নজরের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। চিত্রগ্রাহকদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠেন ‘খট্টা মিঠা’র নায়িকা। ব্রোঞ্জ গোল্ড রঙের শাড়ি পরে উপস্থিত হন তৃষা। অবিশ্বাস্য সুন্দরী তৃষা যেন মোহময়ী হয়ে উঠে ছিলেন রেশমের ওই শাড়িতে। ঐতিহ্যবাহী শাড়িও যে কতখানি নজর কাড়তে পারে তা তৃষাকে না দেখলে বিশ্বাস করা কঠিন। আর ঠিক সেই কারণেই এমনই একটি শাড়ি আপনার আলমারিতেও শোভা পাওয়া দরকার।
শুক্রবারের একটি ঝলমলে সন্ধ্যা আরও আলোকিত হয়ে ওঠে যখন ইনস্টাগ্রামে তৃষা পোস্ট করেন তাঁর ব্রোঞ্জ গোল্ড রঙের শাড়ি পরিহিত ছবি! ফ্যাশন ডিজাইনার শিমাই জয়াচন্দ্রার ডিজাইন করা শাড়ি এবং সেলিব্রিটি স্টাইলিস্ট একা লাখানির পরিচর্যায় তৃষা হয়ে উঠেছিলেন যেন কোনও কিন্নরী। অসামান্য শাড়িটির সঙ্গে পরার জন্য তৃষা বেছে নিয়েছিলেন জৌলুসপূর্ণ ব্লাউজ। সঙ্গে ছিল ট্র্যাডিশনাল অলঙ্কার এবং সামান্য মেক আপ। সবমিলিয়ে তৃষা যেন বাদ্য, তাল, ছন্দ, রাগ সহযোগে এক পরিপূর্ণ সঙ্গীত হয়ে উঠেছিলেন! সবচাইতে বড় কথা তৃষার ফ্যাশন কিন্তু নবরাত্রির সাজের জন্য একেবারে যথাযথ। এই শাড়ি পরলে কিন্তু আপনিও হয়ে উঠতে পারেন সেন্টার অব অ্যাট্রাকশন। রূপের টান কেউ অস্বীকার করতে পারবে না আর।
শিমাই জয়াচন্দ্রা ওয়েবসাইটে গেলেই শাড়িটির খোঁজ পেয়ে যাবেন। শাড়িটির নাম মোল্টেন গোল্ড। খরচ করতে হবে মাত্রা ২৬, ৫০০ টাকা।
টিস্যু স্ট্রাইপড প্যাটার্নের শাড়িটি সুতি এবং রেশম দিয়ে বোনা হয়েছে হাতে। ব্রোঞ্জ গোল্ড শাড়ির পাড়ে রয়েছে আরি এবং জারোদারি ফ্লোরাল নকশা ও মুক্তোর মতো অলঙ্করণ। ক্রপড হেম লেংথ, ডিপ ভি নেকের হাফ লেংথ স্লিভের ঘন বাদামি রঙের ব্লাউজের সঙ্গে শাড়িটি পরেছেন তৃষা। ব্লাউজে ব্যবহার হয়েছে ফ্লোরাল এমব্রয়ডারির কনট্রাস্ট।
তৃষার সনাতনি সাজ পূর্ণ হয়েছিল সোনার ব্রেসলেট, কানের সোনার ঝুমকো এবং পিপ টো স্ট্রাপড স্যান্ডেল দিয়ে। চোখে ছিল ব্ল্যাক উইংকড আইলাইনার, গাঢ় মাসকারা, ঠোঁটে ছিল গ্লসি ন্যুড লিপ শেড, গালে ব্লাশড মেক আপের ছোঁয়া। মুখের দীপ্তি বাড়াতে ছিল সামান্য হাইলাইটার আর গ্লিটারি আই শ্যাডো।