Vidya Balan: দিওয়ালির প্রস্তুতি তুঙ্গে! উত্‍সবে সামিল হতে কাঞ্জিভরম শাড়ির সাজে উজ্জ্বল বিদ্যা

Diwali Fashion News: সবুজ কাঞ্জিভরম শাড়ির সঙ্গে লাল ও সোনালি পাড়ের জড়ির কাজ চোখ ধাঁধিয়ে দিয়েছে। সঙ্গে সোনার নেকলেশ, কানের দুল ও বেশ কয়েকটি চুড়ি পরেছিলেন তিনি।

Vidya Balan: দিওয়ালির প্রস্তুতি তুঙ্গে! উত্‍সবে সামিল হতে কাঞ্জিভরম শাড়ির সাজে উজ্জ্বল বিদ্যা

| Edited By: দীপ্তা দাস

Oct 21, 2022 | 10:43 AM

আলোর উত্‍সবকে ( Festival of Light) স্বাগত জানাতে দেশজুড়ে তোরজোড় শুরু হয়ে গিয়েছে। বলিউডেও ইতোমধ্যে দিওয়ালি (Diwali 2022) উত্‍সবের ছোঁয়া লেগে গিয়েছে। তারকাদের দিওয়ালির পার্টিতে ফ্যাশনের (Diwali Fashion)ঝলক এখন সকলের চোখে। গত ২ বছর ধরে মারণ ভাইরাসের প্রকোপে উত্‍সবের রঙ ফিকে হয়ে গিয়েছিল। এবার করোনার দৌরাত্ম্য আগের মতন নেই, তাই ফের উত্‍সবের রঙিন হয়ে উঠেছে চরিদিক। ২ বছরের সব গ্লানি, কষ্ট ভুলে পেতে প্রিয়জনের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে, নিজেকে ফের ভাল করে চিনে নিতে সকলেই মেতেছেন এ বছরের আলোর উত্‍সবে। সেই সঙ্গে নতুন পোশাক, ফ্যাশনেবল ও স্টাইলটাও বজায় রাখতে হচ্ছে। বলিউডের তারকাদের ফ্যাশন কথা একেবারেই আলাদ। তবে ঘরোয়া, সাধারণ কিন্তু উজ্জ্বল উপস্থিতি ধরে রাখতে বরাবর ফ্যাশনের তালিকায় প্রথমে থেকেছেন বিদ্য়া বালান। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য এই ভার্সেটাইল অভিনেত্রী। সম্প্রতি প্রযোজক রমেশ তৌরানি আয়োজিত গ্র্যান্ড প্রি-দিওয়ালি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে কেমন ছিল তাঁর পোশাক ও সাজ, তা জানতে পারবেন এখানে…

দিওয়ালি পার্টিতে বলিউড তারকারা ফ্যাশনকে এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন। ভারতীয় ঘরানার শাড়া থেকে ডিজাইনার শাড়ি, সবেতেই মজেছেন হিন্দি সিনেমার তারকারা। তবে ব্যতিক্রমী বিদ্যা বালান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বেশ কতকগুলি ছবি পোস্ট করেছেন বিদ্যায়। সেখানে দেখা গিয়েছে, সুন্দর করে সাজানো রঙ্গোলির পাশে বসে পোজ দিয়ে ছবি তুলেছেন। কোথাও আবার দাঁড়িয়েও পোজ দিয়েছেন। সব ছবি নিয়ে একটি সিরিজ শেয়ার করেছেন তিনি। ছবিতে প্রদীপের পাশে থেকেও উজ্জ্বল বিদ্যা। দিওয়ালি পার্টির জন্য ট্র্যাডিশনাল কাঞ্জিভরমম শাড়িকেই বেছে নিয়েছিলেন তিনি। সবুজ কাঞ্জিভরম শাড়ির সঙ্গে লাল ও সোনালি পাড়ের জড়ির কাজ চোখ ধাঁধিয়ে দিয়েছে। সঙ্গে সোনার নেকলেশ, কানের দুল ও বেশ কয়েকটি চুড়ি পরেছিলেন তিনি।

মাথায় একটি বান-গজরার স্টাইলে পুরো সাজটাই আরও রুচিশীল করে তুলেছে। কপালে ছোট টিপ, গাঢ় লিপশেডে সাধারণ লাগলেও নজর কেড়েছেন অনায়াসে। ইন্সটাতে তিনি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘উত্‍সবের মরসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

যে কোনও অনুষ্ঠান বা ইভেন্ট বা প্রচারের জন্য সেরা পোশাক হিসেবে শাড়িকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন বিদ্যা। কখনও বেনারসি, কখনও বা সিল্ক বা সুতির, কখনও বা কাঞ্চিভরম, আবার কখনও বা লিনেনের শাড়ি পরে ভক্তদের মনে ঢেউ তুলেছেন। অনেকেই মনে করেন, ফ্যাশন মানেই পশ্চিমী সংস্কৃতি। যাদের এমন ধারণা রয়েছে, তাদের ভুল ভেঙেছেন বিদ্যা। কারণ শাড়ির মত ফ্যাশনেবল পোশাককে হাতিয়ার করেই তিনি র‍্যাম্পও কাঁপিয়েছেন। গিয়েছেন কানের রেড কার্পেটেও । সব ধরনের শাড়ির বেশেই তিনি সকলের থেকে আলাদা। গ্ল্যামারাস।

প্রসঙ্গত, বিদ্যা বালানকে শেষ দেখা গিয়েছিল শেফালি শাহের সঙ্গে বহুল প্রশংসিত সিনেমা জলসাতে। পরবর্তী প্রোডেক্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। দেখা যাবে শীর্ষ গুহ ঠাকুরতার লাভার্স-এ। সেই সিনেমায় দেখা যাবে সেনধিল রামামূর্তি, প্রতীক গান্ধী ও ইলিয়ানা ডিক্রুজকেও। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি।