আজ থেকে কয়েক বছর আগে মানুষ শাড়ি নিয়ে এত সচেতন ছিলেন না। তবে কিছু মানুষ ছিলেন যাঁরা শাড়ি খুব যত্ন করে পরতেন তাঁদের কাছে শাড়ির কালেকশন দেখবার মত। নানা রকম সিল্ক রয়েছে তাঁদের ঝুলিতে। বাইরে পরার ভাল শাড়ি বলতে সিল্ক বা তাঁত আর ঘরে সুতির ছাপা শাড়ি- এই পর্যন্ত দৌড় ছিল। বর্তমানে দিন বদলেছে। মানুষ শাড়ি নিয়ে অনেক সচেতন। প্রতিটি শাড়ির ধরণ, কোয়ালিটি, বুনট এসব নিয়েও মানুষ আগ্রহী। এক একটা অনুষ্ঠানে পরার জন্য এক একরকম শাড়ি থাকে। একই শাড়ি কেউ দ্বিতীয়বার রিপিট করতে চান না। শাড়ির সঙ্গে বৈচিত্র্য রয়েছে ব্লাউজেও। কোনও রকমে একটা শাড়ি জড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়লেই হল- এই ভাবনায় এসেছে বদল।
সময় নিয়ে শাড়ি কিনে, ব্লাউজ বানিয়ে সঙ্গে ম্যাচিং গয়না-ব্যাগ থাকলে তবেই সেই শাড়ি পরেন। হ্যান্ডলুম, সিল্ক এই সব শাড়ির চাহিদা এখন তুঙ্গে। এছাড়াও সেই তালিকাতে রয়েছে ডিজাইনার শাড়ি। এখন শাড়ি কিনতে চাইলে হাতের সামনে অনেক অপশন। বুটিক, দোকান, অনলাইন- পছন্দমতো শাড়ির অভাব নেই। যেহেতু অপশন বেশি তাই নকল করার সুযোগ বেশি। বাজারে এমন কিছু শাড়ি বিক্রি হয় এখন যা সম্পূর্ণ নকল। আর এমন ভাবে তা তৈরি দেখে বোঝাই যায় না।
আজ থেকে কয়েক বছর আগে জনপ্রিয় হয়েছিল কোটা শাড়ি। সেই শাড়ির পরিমার্জিত সংস্করণ হল অরগ্যাঞ্জা। সিল্ক ফ্যাব্রিক থেকেও যেমন অরগ্যাঞ্জা তৈরি হয় তেমনই পলিয়েস্টার, লাইলন, রেয়ন থেকেও তৈরি হয় অরগ্যাঞ্জা। অরগ্যাঞ্জার প্রিন্ট, রং খুব সুন্দর হয়। এই শাড়ি খুবই হালকা হয় সেই সঙ্গে আভিজাত্যপূর্ণ। স্বয়ং আলিয়া ভাট তাঁর বিয়েতে সাদা রঙের অরগ্যাঞ্জা বেছে নিয়েছিলেন। ইদানিং টিস্যু অরগ্যাঞ্জা ভীষণ চলছে মার্কেটে। এই শাড়ির বিশেষত্ব হল এর ফিনিশ আরও সুন্দর। সঙ্গে টিস্যুর কাজ আর জরি পাড় থাকে। পুজো, পার্টি থেকে শুরু করে যে কোনও অনুষ্ঠানে পরা যায়। শাড়ি, ব্লাউজ একই রঙের হয় তবুও ওই মনোক্রোমের মধ্যে আলাদা একটা জাদু থাকে। অরগ্যাঞ্জার প্রতিটা প্রিন্ট খুবি সুন্দর হয়। টিস্যু অরগ্যাঞ্জা সিল্কের উপর বেস করেই হয়। এর দামও বেশি। ৭ হাজার থেকে শুরু হয়ে ৪০ হাজার পর্যন্ত হতে পারে।
তাই কেনার আগে যাচাই করে নেবেন। কোথাও সস্তায় পেলেও ভুল করে কিনবেন না।