Engagement Look: রীতি মেনে বিয়ে পরে, এই শীতেই এনগেজমেন্ট সারতে চাইছেন? ট্র্যাডিশন্যাল নয় এইভাবে সাজুন

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 03, 2023 | 3:18 PM

Engagement Outfit: ট্রেন্ড মেনে পরতে পারেন প্যাস্টেল শেড। রেডি টু ওয়্যার শাড়ি, লেহঙ্গা, ড্রেস,  শারারা, ঘাগরা, সালোয়ার, পাকিস্তানি স্যুট, লং স্কার্ট, ব্লাউজ, ওড়না আলাদা আলাদা নিয়েও টিমআপ করতে পারেন

Engagement Look: রীতি মেনে বিয়ে পরে, এই শীতেই এনগেজমেন্ট সারতে চাইছেন? ট্র্যাডিশন্যাল নয় এইভাবে সাজুন
মন তোমাকে ছুঁয়ে দিলাম...

Follow Us

বিয়ে নিয়ে মেয়েদের ভাবনা আগের থেকে এখন অনেকটাই বদলে গিয়েছে। ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে’ , নয় বরং অনেক পরিকল্পনা সেরে তবেই বিয়ের পিঁড়িতে বসেন মেয়েরা। বিয়ের জন্য এখন আর নির্দিষ্ট কোনও বয়স নেই। যে বয়সে মেয়েরা মনে করেন যে তাঁরা দায়িত্ব নেওয়ার উপযুক্ত তখনই বিয়ে করেন। তবে সবার ক্ষেত্রে যে একই ঘটনা ঘটে এমনটা একেবারেই নয়। বহু ব্যতিক্রমও আছে। এখন অধিকাংশ মেয়েই সাবলম্বী। আর তাই তাঁরা নিজেদের পছন্দমতো কেনাকাটাও করছেন। বিয়ের বাজেট এখন আগের তুলনায় অনেক বেড়েছে। নইলে মনোমত গয়না, ডেকোরেশন, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার কোনওটাই পাওয়া যায় না। নিজের উপার্জনের অর্থ জমিয়ে অনেকেই চান বিয়ে করতে। সেক্ষেত্রে আগে এনগেজমেন্টের অনুষ্ঠান সেরে নিয়ে তার বেশ কিছুদিন পর বিয়ের অনুষ্ঠান করেন।

যদিও এনগেজমেন্টের অনুষ্ঠানে খরচ খুব একটা কম থাকে না। ভেন্যু বুকিং থেকে নিজের সাজপোশাক, ডেকোরেশন, খাওয়া-দাওয়া অনেকটাই খরচা হয়। বিয়েতে যেমন সাবেকি সাজ ভাল লাগে তেমনই এনগেজমেন্টে ইন্দো-ওয়েস্টার্ন বা ডিজাইনার ওয়্যারে দেখতে বেশি ভাল লাগে। ট্রেন্ড মেনে পরতে পারেন প্যাস্টেল শেড। রেডি টু ওয়্যার শাড়ি, লেহঙ্গা, ড্রেস,  শারারা, ঘাগরা, সালোয়ার, পাকিস্তানি স্যুট, লং স্কার্ট, ব্লাউজ, ওড়না আলাদা আলাদা নিয়েও টিমআপ করতে পারেন।

বিয়ে বা সম্পর্কের প্রতিটি দিনই খুব খুব স্পেশ্যাল। আর  এনগেজমেন্ট হল একে অন্যকে কথা দেওয়ার দিন, একসঙ্গে পথ চলার শুরুয়াৎ। তাই েই দিনটা নিজের মনের মত করে সাজুন। সকলেই চান তাঁর এই বিশেষ দিনটা হোক রূপকথার মত। আর তাই ঠিক ওই ভাবেই সাজুন। ওয়েস্টার্ন ওয়্যার বা লেহেঙ্গা পরলে ওর সঙ্গে স্টোন সেটিং এডি গয়না পরুন। নইলে বাছতে পারেন সিলভারের গয়নাও। চুলে সুন্দর করে জিপসি লাগাতে পারেন বা ব্যাঙ্গালোর গোলাপ। এমন পোশাকের সঙ্গে একদম হালকা মেকআপ করুন। ন্যুড শেডের লিপস্টিক বাছুন। খোঁপা না করে অন্য রকম হেয়ারস্টাইল করুন। যত হালকা সাজ থাকবে ততই সুন্দর লাগবে এদিন। সম্প্রতি নিজের বাগদান অনুষ্ঠানে খুবই সুন্দর করে সেজেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এমন সাজে যে কোনও কাউকেই দেখতে ভাল লাগে।

এই শীতেই এনগেজমেন্টের পরিকল্পনা আপনার? সাতপাঁচ না ভেবে সাজুন এভাবেই, নিশ্চিন্তে আপনার বিশেষ দিন আরও রূপকথাময় হয়ে উঠবে।

Next Article