বাড়ির বাইরে পা রাখলেই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। তা হল পোশাক, জুতো আর ব্যাগ। পোশাক যেমনই হোক না কেন সঙ্গে একটা ব্যাগ লাগবেই। অফিস যাওয়ার ব্যাগ একরকম, ব্যাগপ্যাক একরকম আবার ঘুরতে যাওয়ার, বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাওয়ার ব্যাগ আর একরকম। যতই কেনা হোক না কেন মেয়েদের কালেকশনে ব্যাগের কোনও শেষ নেই। ছোট, বড়, মেজ, সেজ নানা কাটিং এর ব্যাগ থাকে। পোশাকের সঙ্গে নির্দিষ্ট ব্যাগ থাকে। শাড়ি, সালোয়ারের সঙ্গে একরকম ব্যাগ লাগে আবার জিন্স, স্কার্ট পরলে অন্য রকম ব্যাগ লাগে। পোশাকের ব্র্যান্ড নিয়ে যেমন মেয়েরা সজাগ ঠিক তেমনই ব্যাগের ব্র্যান্ড নিয়েও মেয়েরা সচেতন। একটা ব্যাগের পেছনে কয়েক লক্ষ টাকা খরচা করতেও তাদের দুবার ভাবতে হয় না। জন্মদিন থেকে বিয়েবাড়ি উপহার হিসেবে ব্যাগ খুবই কাজে আসে।
পুজোয় যেমন শাড়ি জামা কিনবেন তেমনই ভাল ব্যাগেরও খোঁজ রাখুন। ট্রেন্ড বলছে এবছর ফ্যাশনে এগিয়ে আছে স্লিং ব্যাগ। বিভিন্ন রকম স্লিং ব্যাগ বেশ চলছে। হ্যান্ড ব্যাগের মধ্যে রয়েছে স্ট্রাকচারড হ্যান্ড ব্যাগ, পুঁথি দিয়ে এমব্রয়ডারি করা বটুয়া, আয়তকার পার্স, ফ্র্যাব্রিক ক্লাচ এসব এবার খুবই ইন ফ্যাশনে। বেশির ভাগ ব্যাগের ক্ষেত্রেই সলিড রং বেশি চলছে। সাদা, কালো, সবুজ, হলুদ- এই কয়েকটি রং-এর চাহিদা থাকে তুঙ্গে। বোহো ব্যাগও ইদানিং অনেকে পছন্দ করছেন। অফিস থেকে পার্টি সর্বত্রই কিন্তু নেওয়া যায় এমন ব্যাগ।
ফ্যাশনে আছে টোটে ব্যাগও। মূলত কলেজ পড়ুয়াদের সবচাইতে বেশি পছন্দ এই টোটে ব্যাগ। ট্রান্সপারেন্ট, গোল্ডেন, সিলভারে টোটে ব্যাগও এখন ট্রেন্ডি। ব্যাগ পাবেন সর্বত্রই। এসপ্ল্যানেডের ফুটপাতে যেমন পাবেন তেমনই পাবেন অনলাইন আর দোকানেও। ব্যাগেরও অনেক দোকান আছে এখন। কোথাো ঘুরতে গেলে সঙ্গে একটা ক্রোশেটের ব্যাগ থাকলেও বেশ লাগে দেখতে। আর তাই এমন ব্যাগও অবশ্যই রাখবেন।