লাল বেনারসি শাড়ির সাজে অপরূপা! ক্লাসিক ও ঘরোয়া লুকেই মন জয় ইয়ামির

Jun 08, 2021 | 2:20 PM

সম্প্রতি বিয়ে সরেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ৪ জুন, পরিবারের ঘনিষ্ঠদের মাঝে চুপিসারে বিয়ে সারলেন এই অভিনেত্রী। উরি দ্ সার্জিকাল সিনেমার পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।

লাল বেনারসি শাড়ির সাজে অপরূপা!  ক্লাসিক ও ঘরোয়া লুকেই মন জয় ইয়ামির
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

Follow Us

সোশ্যাল মিডিয়ায় এখন সবচেয়ে বেসি আলোচিত বিষয় হল, বলি-অভিনেত্রী ইয়ামি গৌতমের বিয়ের অনুষ্ঠান। কারণ বলিউড মানেই তাম-ঝাম নিয়ে একটি চোখধাঁধানো বিয়ের অনুষ্ঠানের ধারাই বয়ে চলেছে। যতই ঘরোয়া হোক না কেন, বলিউড মানেই নামী ডিজাইনারের চোখ ধাঁধানো পোশাক, বিয়ের অনুষ্ঠান ঘিরে চোখধাঁধানো থিম, ফুল ও আলোয় মোড়ো জাঁকজমক অনুষ্ঠানই সকলের কাছে পরিচিত। সেদিক থেকে একেবারে উল্টো পথেই হেঁটেছেন ইমায়ি গৌতম ও আদিত্য ধর। অত্যন্ত ঘরোয়া ও সাধারণ একটি বিয়ের পর্ব সেরে নেটিজেনদের মন জয় করেছে নিয়েছেন এই সেলেব দম্পতি। বিয়ের পোশাক, সাজ ও বিয়ের মঞ্চ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণের অনেক কাছে পৌঁছে গিয়েছেন তাঁরা। আর এই কঠিন সময়ে বলিউড তারকার এমন ছিমছাম বিয়ে, ভাবাই যায় না।

টেলিভিশনের পর্দায় পা রাখার পর থেকেই ইয়ামিকে অনেকেই পাশের বাড়ির যুবতীর সঙ্গে তুলনা টেনেছিলেন, ভিকি ডোনার সিনেমাতেও নিজের সাধারণ ইমেজ বজায় রেখে দর্শক মনকে জিতে নিয়েছিলেন ইয়ামি। ব্যতিক্রম গেল না জীবনে বিশেষ দিনেও। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ফের নজর কাড়লেন তিনি। পোস্ট-ওয়েডিংয়ের নয়া লুকে লাল বেনারসি শাড়ির বেশে একটি অসাধারণ ছবি পোস্ট করেছেন ইয়ামি। সিঁথিতে সিঁদুর, লাল লিপস্টিক, কপালে টিম, কানে বড় কানবালা, গলায় লম্বা ও সুন্দর সোনার হার আর লাল বেনারসিতেই যেন উজ্জ্বল লাগছে ইয়ামিকে। অতি-সাধারণ লুকে যেন আরও বেশি করে উজ্জ্বল এই অভিনেত্রী।

আরও পড়ুন : পাহাড়ি নথ, লাল সিল্ক শাড়িতেই অনন্য ব্রাইডাল লুক ইয়ামির!

অত্যন্ত ঘরোয়া ও পাহাড়ি সংস্কৃতির রীতি-রেওয়াজে সাতপাকে বাধা পড়েছেন ইয়ামি-আদিত্য। মেহেন্দি অনুষ্ঠানেও ছিল সাধারণ লুক, কমলা সালোয়ার কামিজ, সোনার ঝুমকোয় অনন্যা ছিলেন তিনি। বিয়ের পিড়িতে কনের বেশেও ইয়ামি বেছে নিয়েছিলেন পাহাড়ি ট্রাডিশনাল লুক। লাল সিল্কের শাড়ি, সোনার গয়না, নাকে পাহাড়ি নথ, সুন্দর মাঙ্গটিকার সাজে সেজেছিলেন তিনি।

Next Article