Sohini Sarkar: বেল্ট আর সাদা স্নিকার্স দিয়ে ধুতি স্টাইলে শাড়ি পরলেন সোহিনী, পুজোয় ট্রাই করবেন নাকি?

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Sep 30, 2023 | 8:15 AM

Pujo Fashion Tips: পুজোকে ঘিরে আমাদের কত প্ল্যানিং থাকে। এমন কিছু মানুষ আছেন যাঁদের সারাবছরের উপার্জন হয় এই একটা সময়েই। এখন যা পান তাই দিয়ে সারা বছর চলে। পুজোবার্ষিকী থেকে শুরু করে পুজোয় নতুন নতুন রেস্তোরাঁতে খেতে যাওয়া, পুজোর গান, পুজোর ফ্যাশন- এই সবকিছু নিয়েই তো পুজোর আনন্দ

Sohini Sarkar: বেল্ট আর সাদা স্নিকার্স দিয়ে ধুতি স্টাইলে শাড়ি পরলেন সোহিনী, পুজোয় ট্রাই করবেন নাকি?
পুজোর সাজে সোহিনীর স্টাইল ফলো করবেন?

Follow Us

আশ্বিন পড়তেই পুজোর বাজনা বেজে গিয়েছে আকাশে-বাতাসে। এই সময় প্রকৃতি নিজেকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলে। চারিদিকে ফুলের মেলা। সকাল হলেই উঠোন জোড়া শিউলি ফুল, গাছ ভরে রয়েছে সাদা টগরে। মাঠ ভরা সাদা কাশে। এমন প্রকৃতি আর নীল আকাশ দেখলে এক লহমায় মন ভাল হয়ে যায়। যদিও এই মুহূর্তে নীল আকাশ দেখার তেমন কোনও সুযোগ নেই। কারণ বাংলা-ওডিশা সীমান্তে এই মুহূর্তে রয়েছে নিম্নচাপ। কবকাতা সহ-বেশ কিছু জেলাতে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। সেই সঙ্গে রয়েছে ডেঙ্গির দাপট। বাড়াতে প্যান্ডেল বাঁধার কাজ প্রায় সারা। হোর্ডিং এর জন্য ফুটপাথের দু’পাশেও বাঁশ পড়েছে। দিকে দিকে চলছে নানা প্রদর্শনী। আসলে পুজোর এই কটা দিনের জন্যই তো বছরভর অপেক্ষা করে থাকা।

পুজোকে ঘিরে আমাদের কত প্ল্যানিং থাকে। এমন কিছু মানুষ আছেন যাঁদের সারাবছরের উপার্জন হয় এই একটা সময়েই। এখন যা পান তাই দিয়ে সারা বছর চলে। পুজোবার্ষিকী থেকে শুরু করে পুজোয় নতুন নতুন রেস্তোরাঁতে খেতে যাওয়া, পুজোর গান, পুজোর ফ্যাশন- এই সবকিছু নিয়েই তো পুজোর আনন্দ। প্রতি বছর পুজোয় এই পোশাক নিয়েও নানা এক্সপেরিমেন্ট চলে। এই সেই সঙ্গে পুজোয় কী ট্রেন্ডিং থাকছে নজর থাকে সেই দিকেও। পুজোতে অষ্টমীর অঞ্জলি, দসাদা ফুলস্শলিভ কলার দেওয়া ব্মীলাউজের সঙ্রগে এভাবে শাড়ি পরতে পারেন।  সিঁদুর খেলা এসব দিনে একেবারে ট্র্যাডিশন্যাল পোশাকে দেখা গেলেও সপ্তমীর সন্ধ্যা কিংবা নবমীর দিন সকলেই ফিউশন পোশাক পরতে পছন্দ করেন।

সপ্তমীর পুজোর আড্ডায় সোহিনীর মত এই স্টাইলে শাড়ি পরতে পারেন। এখন নানা রকম শাড়ি পাওয়া যায় বাজারে। ধোতি শাড়ি, রেডি টু ওয়্যার শাড়ি। ইন্ডিগো প্রিন্ট ফ্যাশনে অলটাইম হিট। আর এই ইন্ডিগোর সঙ্গে সাদা ব্লাউজ দেখতেও ভাল লাগে। তাই পুজোর দিন সকালের আড্ডায় এভাবে শার্টের সঙ্গে ধুতি স্টাইলে শাড়ি পরতে পারেন। কোমরে একটা বেল্ট পরুন। এতে শাড়ি দেখতে ভাল লাগবে। পায়ে থাক স্নিকার্স। তাহলে নিজেও কোনও রকম জড়তা ছাড়াই ঘুরে বেড়াতে পারবেন। আর দেখতে লাগবে অনেক বেশি স্মার্ট। এই ভাবে শাড়ি পরলে বিশেষ কিছু সাজতেও হয় না। কানে থাক ঝুমকা, চুলে পছন্দমতো স্টাইল করুন। কুল লুকে প্যান্ডেল কাঁপিয়ে দিতে পারবেন আপনিই

Next Article