এই গরমে আপনার ফ্যাশনে শুধুই থাক কিছু নজরকাড়া এথনিক লুক

aryama das |

May 22, 2021 | 11:13 PM

স্টাইল এবং কমফোর্টের মধ্যে ব্যালান্স করবে এথনিক সাজ।

এই গরমে আপনার ফ্যাশনে শুধুই থাক কিছু নজরকাড়া এথনিক লুক

Follow Us

গরম মানে শুধুই কমফোর্ট। এদিকে ফ্যাশানে একটুও কম নম্বর দেওয়া যাবে। সাজ হতে হবে পরিপাটি, তবে উপায়? স্টাইল এবং কমফোর্টের মধ্যে ব্যালান্স করবে এথনিক সাজ।

১) ঢিলা এবং হালকা পোশাক
পালাজো এবং স্ট্রেট কুর্তা হল গরমের ফ্যাশনের ১ নম্বর সাজেশন। এছাড়া স্ট্রেট প্যান্ট বা সিগারেট প্যান্টের সঙ্গে পরে নিন আনারকলি কুর্তি।

২) প্রিন্ট এবং রঙ
সাদা রঙকে বলে গরমের রঙ। এছাড়াও আকাশি, হালকা সবুজ, হালকা গোলাপি, পিচ রঙের জামা পরুন। কালো রঙ একেবারেই বাদ দিয়ে দিন। হালকা প্যাস্টেল এবং ফ্লোরাল প্রিন্টে গরমকালেও কুল লাগবে আপনাকে।

৩)গয়নার সঙ্গে খেলুন
সাদা বা হালকা রঙের কুর্তির সঙ্গে অক্সিডাইসড বা রুপোর ঝুমকো থাকুক সাজে। হালকা ব্রেসলেটও বেশ লাগবে এথনিক সাজের সঙ্গে।

৪) জুতো ঠিকঠাক বাছতে হবে
হাই হিল থাকুক ফ্যশনে। হাই না হলে একেবারেই লো তে চলে যান, ফ্ল্যাট শু, কলামকারি বা জুত্তি এথনিকের সঙ্গে পারফেক্ট ম্যাচ।

আরও পরুন: দেহের গঠন নয়, রকমারি সাজে আপনার পছন্দই হোক শেষ কথা

৫) জামার কাটে আনুন নতুনত্ব
শর্ট কুর্তা হলে পরুন জিন্সের সঙ্গে। লং কুর্তা হলে তা স্ট্রেট বাছুন কমফোর্টেবল এবং ফরম্যাল দুটো লুকের সঙ্গে মানানসই। তবে লেগিংস হলে সঙ্গে থাকুক ঘের দেওয়া জামা বা আনারকলি।

Next Article