Fly Problem: বর্ষায় মাছির উপদ্রব? জানুন বাড়িকে মাছি মুক্ত করার চার উপায়

যতই ফিনাইল দিয়ে ঘর মুছুন বা স্প্রে করুন, ঘুরে ফিরে আসে মাছি। মাছির ভনভনানি অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে ওঠে। মাছি ঘুরে বেড়ানো মানে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। কারণ মাছি নোংরা থেকে উড়ে এসে বসে খাবারে। এর জেরে খাবারে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে।

Fly Problem: বর্ষায় মাছির উপদ্রব? জানুন বাড়িকে মাছি মুক্ত করার চার উপায়
খাবারে বসে মাছি

Jul 22, 2024 | 8:49 PM

বর্ষাকালে নামেই স্যাঁতস্যাতে আবহাওয়া। সেই সঙ্গে ভ্যাপসা গরম। এই সময় মশা-মাছির জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতে হয়। শহর হোক বা গ্রাম সর্বত্রই এই সমস্যা রয়েছে। যতই ফিনাইল দিয়ে ঘর মুছুন বা স্প্রে করুন, ঘুরে ফিরে আসে মাছি। মাছির ভনভনানি অনেকের কাছেই অস্বস্তির কারণ হয়ে ওঠে। মাছি ঘুরে বেড়ানো মানে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। কারণ মাছি নোংরা থেকে উড়ে এসে বসে খাবারে। এর জেরে খাবারে জীবাণু সংক্রমণের আশঙ্কা বাড়ে। সেই খাবার খেলেই হতে পারে বিভিন্ন রোগ। বিশেশত বর্ষাকালে পেটের রোগ হলে তো কথাই নেই। কিন্তু ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করলে মাছির উৎপাত থেকে মুক্তি মিলবে।

একটি পাত্রের মধ্যে নুন ও জল নিয়ে সেটা ফুটিয়ে একটা স্প্রে তৈরি করুন। এবারে এই তরল বোতলের মধ্যে ভরে রাখুন। এই জল রান্নাঘরের প্রত্যেক কোনায় কোনায় স্প্রে করে দিন। নুন-জলের স্প্রে মাছি সহ্য করতে পারে না। এতে মাছির ভনভনানি কমবে। মাছি তাড়ানোর জন্য এক গ্লাস দুধের মধ্যে কয়েকটা গোলমরিচ এবং চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, এরপর সেই মিশ্রণ রান্নাঘরের এক কোনায় রেখুন। দুধের এই মিশ্রণ থাকলে রান্নাঘরে মাছি আসা অনেকটাই কমতে পারে।

মাছি তাড়ানোর জন্য কাগজের চোঙা ব্যবহার করতে পারেন। একটি পাত্র কিংবা ফুলদানির মধ্যে যে কোনও তরল পদার্থ রেখে, তার মুখে কাগজের চোঙা রাখুন, মাছির উপদ্রব কমবে। এটি আসলে মাছি ধরার ফাঁদ। ভিনিগার দিয়ে মাছি মেরে ফেলা যায়। মাছি ভিনিগারের গন্ধে আকৃষ্ট হয়। একটি পাত্রে কিছুটা ভিনিগার নিয়ে প্লাস্টিক দিয়ে পাত্রটি মুড়ে দিন। থলির গায়ে ছোট ছোট ছিদ্র করে দিন যাতে মাছি ভেতরে প্রবেশ করতে পারে। এরপর আর সেখান থেকে মাছি বেরিয়ে আসতে পারে না, এভাবে মাছির সংখ্যা কমানো যেতে পারে।