Quick Breakfast: সকালবেলা কাজে বেরোনো বড্ড তাড়া থাকে? ১৫ মিনিটেই তৈরি করুন ব্রেকফাস্ট

Breakfast Ideas: সকালবেলা বিভিন্ন কাজের মাঝে রকমারি ব্রেকফাস্ট বানানো সম্ভব হয় না। স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্মুদি বা হেলথ ড্রিংক্স খেয়েই কাজ চালাতে হয়। তবে, এতে দেহে খুব বেশি পুষ্টি মেলে না। তাই সকালের জলখাবারে এমন খাবার রাখতে হবে যা পুষ্টিকর, অথচ বানাতে বেশি সময় লাগবে না।

Quick Breakfast: সকালবেলা কাজে বেরোনো বড্ড তাড়া থাকে? ১৫ মিনিটেই তৈরি করুন ব্রেকফাস্ট

| Edited By: megha

Nov 24, 2023 | 3:26 PM

সোম থেকে শুক্র ঘুম থেকে উঠে শুধু যেন দৌড়াতে হয়। কাজে বেরোনোর তাড়া, বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়ার তাড়া সব লেগেই থাকে। এর মাঝে আবার ব্রেকফাস্ট বানানোর ঝামেলাও থাকে। কিন্তু সকালবেলা বিভিন্ন কাজের মাঝে রকমারি ব্রেকফাস্ট বানানো সম্ভব হয় না। স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্মুদি বা হেলথ ড্রিংক্স খেয়েই কাজ চালাতে হয়। তবে, এতে দেহে খুব বেশি পুষ্টি মেলে না। তাই সকালের জলখাবারে এমন খাবার রাখতে হবে যা পুষ্টিকর, অথচ বানাতে বেশি সময় লাগবে না। এমনই ৩টি রেসিপির খোঁজ রইল আপনার জন্য। হেঁশেলে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন এই ৩ পদ।

কিনোয়ার উপমা: ওয়েট লস ডায়েটে অনেকেই কিনোয়া রাখে। এই কিনোয়া দিয়ে আপনি উপমা বানিয়ে নিতে পারবেন। কিনোয়া জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর সেদ্ধ করে নিন। পাশাপাশি পছন্দের সবজি ছোট ছোট করে কেটে নিন। কড়াইতে অল্প ঘি বা তেল গরম করুন। এতে সেদ্ধ করা কিনোয়া দিয়ে নাড়তে থাকুন। তারপর এতে সমস্ত সবজি, সর্ষের দানা, কারিপাতা, লঙ্কা কুচি মিশিয়ে দিন। স্বাদ মতো নুন-চিনি মেশান। ১৫ মিনিটে তৈরি কিনোয়ার উপমা।

মুগ ডালের চিলা: চিলা প্রোটিনে ভরপুর একটি খাবার, যা ব্রেকফাস্টের জন্য আদর্শ। মুগ ডাল ভিজিয়ে রাখুন। তারপর মুগ ডাল মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। এরপর এতে আদা কুচি, কুচানো গাজর-বিনস, কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে দিন। তার সঙ্গে স্বাদমতো নুন ও এক চিমটে হলুদ গুঁড়ো মিশিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। প্যানে অল্প অলিভ অয়েল গরম করুন। এতে অল্প করে মুগ ডালের ব্যাটার দিন এবং এপিঠ-ওপিঠ ভাল করে ভেজে নিন। তৈরি মুগ ডালের চিলা।

ওটসের ইডলি: ওটস গুঁড়ো করে নিন। এরপর ওটসের সঙ্গে সুজি, টক দই ও পরিমাণমতো জল এবং স্বাদমতো নুন দিয়ে ব্যাটার বানিয়ে নিন। এতে আপনি কুচানো গাজর-বিনসও যোগ করতে পারেন। কড়াইতে অল্প তেল গরম করুন এবং গোটা সর্ষে ফোড়ন দিন। এবার এতে ওটসের মিশ্রণটি ঢেলে অল্প নাড়াচাড়া করে নিন। তারপর এতে বেকিং সোডা মিশিয়ে দিন। এবার ইডলি তৈরির পাত্র তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে দিন। মিনিট দশেক ভাপিয়ে নিলেই তৈরি ওটসের ইডলি। চাটনি বা সাম্বারের সঙ্গে পরিবেশন করুন ওটসের ইডলি।